England National Cricket Team vs Sri Lanka National Cricket Team, 3rd Test: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল আজ (৬ সেপ্টেম্বর) থেকে তৃতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হবে। লন্ডনের কেনিংটন ওভালে শুরু হতে যাওয়া শেষ টেস্টে আয়োজক ইংল্যান্ডের বিপক্ষে মান বাঁচাতে মাঠে নামবে শ্রীলঙ্কা। থ্রি লায়ন্সরা ইতিমধ্যেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে এবং হোয়াইটওয়াশের দিকে নজর থাকবে এদিকে, যে কোনো মূল্যে ৩-০ ব্যবধানে সিরিজ হার এড়াতে চাইবে সফরকারীরা। শেষ টেস্টের জন্য দলে জায়গা করে নেওয়ার পর তরুণ পেসার জশ হালকে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম স্বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। ২০ বছর বয়সী হাল ১০ ম্যাচে মাত্র ১৬টি প্রথম শ্রেণির উইকেট নিয়েছেন। কিন্তু প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকস দায়িত্ব নেওয়ার পর থেকেই তরুণ প্রতিভাদের নিয়ে খেলা অভ্যাসে পরিণত হয়েছে ইংল্যান্ডের। ENG White Ball Squad, ENG vs AUS: বাদ জস বাটলার, অজিদের ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক ফিল সল্ট; জানুন সম্পূর্ণ দল
ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, তৃতীয় টেস্ট
Hosts England aim for a 3️⃣-0️⃣ clean sweep on the back of Root's incredible form 🏏
Or can Sri Lanka restore some pride by salvaging a win at The Oval❓ 🏟️
Watch #ENGvSL 3rd Test, LIVE on #SonyLIV 🍿 pic.twitter.com/mzgEVbKspg
— Sony LIV (@SonyLIV) September 6, 2024
শ্রীলঙ্কার একাদশঃ দিমুথ করুনারত্নে, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, মিলন প্রিয়নাথ রথনায়েকে, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো
ইংল্যান্ড একাদশঃ অলি পোপ (অধিনায়ক), ড্যানিয়েল লরেন্স, বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, অলি স্টোন, জশ হাল, শোয়েব বশির।
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, তৃতীয় টেস্ট ম্যাচ?
৬ সেপ্টেম্বর লন্ডনের কেনিংটন ওভালে (Kennington Oval, London) তৃতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা।
কখন থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, তৃতীয় টেস্ট ম্যাচ?
ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, তৃতীয় টেস্ট ম্যাচ?
ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, তৃতীয় টেস্ট ম্যাচটি ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, তৃতীয় টেস্ট ম্যাচ?
ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, তৃতীয় টেস্ট ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে সোনি-লিভ অ্যাপে (Sony-LIV App)।