আগামী ১৫ সেপ্টেম্বর লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। উল্লেখ্য, চার ম্যাচের ওয়ানডে সিরিজে কিউইদের বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে থ্রি লায়ন্স। তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ১৮১ রানে হারিয়েছে ইংল্যান্ড। ওই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে ইংল্যান্ডের পক্ষে যথাক্রমে ডেভিড মালান ৯৬ ও বেন স্টোকস ১৮২ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট নেন ৫ উইকেট। জবাবে নিউজিল্যান্ড মাত্র ১৮৭ রান তুলতে সক্ষম হয় যেখানে গ্লেন ফিলিপস তাদের পক্ষে ৭২ রান করতে সক্ষম হন। ইংল্যান্ডের পক্ষে ক্রিস ওকস ও লিয়াম লিভিংস্টোন ৩টি করে উইকেট নেন। আজকের ম্যাচে ইংল্যান্ড জিতে সিরিজ জিতে চাইবে। অন্যদিকে, নিউজিল্যান্ড চাইবে জয় পেয়ে সিরিজ সমতায় শেষ করতে।
আজ অবধি খেলা সমস্ত ওয়ানডে মিলিয়ে উভয় দলই ৪৪টি করে জয় পেয়েছে সুতরাং আজকের জয় এই সমীকরণ পাল্টে দিতে সাহায্য করবে। লর্ডস ক্রিকেট গ্রাউন্ড বরাবরই ব্যাটিংয়ের জন্য ভালো মাঠ এবং আশা করা হচ্ছে যে এটি আবারও এখানে ব্যাটসম্যানদের সহায়তা করবে। ম্যাচের শেষার্ধে পেসাররা কিছুটা সহায়তা পেতে পারে এবং স্পিনাররা মধ্যবর্তী ওভারগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই উইকেটে প্রথম ইনিংসের গড় স্কোর ২৪৫ রান। দ্বিতীয় স্থানে ব্যাট করা দলটি এখানে ভাল রেকর্ড উপভোগ করে না। এই ট্র্যাকে তাদের জয়ের শতাংশ মাত্র ২০। Ben Stokes Record, ENG vs NZ: ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রান করে রেকর্ড বেন স্টোকসের
New Zealand has everything to play for as they attempt to salvage a draw with the series on the line 💥 🍿
How will the outcome turn out? Let us know 💬#SonySportsNetwork #ENGvNZ pic.twitter.com/H1gkRwcBJr
— Sony Sports Network (@SonySportsNetwk) September 15, 2023
ইংল্যান্ড: জেসন রয়, লিয়াম লিভিংস্টোন, জো রুট, ডেভিড মালান, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, মঈন আলি, ডেভিড উইলি, স্যাম করন, রিস টপলি, আদিল রশিদ, মার্ক উড, ব্রাইডন কার্সে, গাস অ্যাটকিনসন।
নিউজিল্যান্ড: টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, রচিন রবীন্দ্র, উইল ইয়ং, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, বেন লিস্টার।
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড চতুর্থ ওয়ানডে ম্যাচ?
১৫ সেপ্টেম্বর লন্ডনের লর্ডসে (Lord's, London) চতুর্থ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
কখন থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড চতুর্থ ওয়ানডে ম্যাচ?
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড চতুর্থ ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড চতুর্থ ওয়ানডে ম্যাচ
সরাসরি টিভিতে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড চতুর্থ ওয়ানডে ম্যাচ ভারত দেখবেন সোনি স্পোর্টসে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড চতুর্থ ওয়ানডে ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি লিভ (Sony Liv) অ্যাপে।