নিউজিল্যান্ড-ইংল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ ২৪ ফেব্রুয়ারি শুক্রবার। ওয়েলিংটনের বেসিন রিজার্ভ (Wellington’s Basin Reserve) স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ২৬৭ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। জেমস অ্যান্ডারসন (James Anderson) ও স্টুয়ার্ট ব্রড (Stuart Broad), অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন (Shane Warne) ও গ্লেন ম্যাকগ্রাকে (Glenn McGrath) টপকে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়ে নিয়েছেন। সম্প্রতি টেস্ট র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া ও ভারতের পর তৃতীয় স্থানে উঠে এসেছে ইংল্যান্ড।
ইংল্যান্ডের দল
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (ক্যাপ্টেন), বেন ফোকস (উইকেটকিপার), অলি রবিনসন, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ, জেমস অ্যান্ডারসন, অলি স্টোন, ড্যানিয়েল লরেন্স, উইল জ্যাকস, ম্যাথু পটস
🏟 Basin Reserve, Wellington#NZvENG pic.twitter.com/8zkIseyF3i— England Cricket (@englandcricket) February 22, 2023
নিউজিল্যান্ডের দল
টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), মাইকেল ব্রেসওয়েল, স্কট কুগেলিন, টিম সাউদি (অধিনায়ক), নীল ওয়াগনার, ব্লেয়ার টিকনার, জ্যাকব ডাফি, ইশ সোধি, উইল ইয়ং, ম্যাট হেনরি
Final training in Wellington ahead of tomorrow's 2nd Test against England at the Basin Reserve. First ball at 11:00am NZT LIVE on @sparknzsport & @TodayFM_nz 📲 #NZvENG pic.twitter.com/zEpQ4oXGFz— BLACKCAPS (@BLACKCAPS) February 23, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ?
ওয়েলিংটনের বেসিন রিজার্ভ (Wellington’s Basin Reserve) ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ?
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় ভোর ৩ঃ৩০টায়
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি খেলা দেখতে পাবেন অ্যামাজন প্রাইম (Amazon Prime) অ্যাপে।