ENG vs IRE Test 2023 (Photo Credit: ICC/ Twitter)

শনিবার লর্ডসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টের তৃতীয় দিনে অভিষেককারী জশ টাঙ্গয়ের দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৫ উইকেটের সুবাদে ১০ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড। টেস্টের শেষদিকে পাঁচ-উইকেট লাভ করেন তিনি। ফলে আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩৬২ রান করে। ইংল্যান্ডকে কঠিন টেক্কা দেওয়া আইরিশ বাহিনীর জেমস ম্যাকালাম চোটের কারণে ব্যাট করতে না পারায় এবং মাত্র ১১ রানের লক্ষ্য নির্ধারণ করে সফরকারীরা। দ্বিতীয় দিনে পোপ ও ডাকেট ইংল্যান্ডকে বিশাল সংগ্রহের করে দেওয়ার পর ইনিংস পরাজয় এড়ানোর জন্য আয়ারল্যান্ডকে যথেষ্ট পরিশ্রম করতে হয়। প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে চারজনকে আউট করে আইরিশ দলকে ৪ উইকেটে ১২৬ রানে নামিয়ে আনে ইংল্যান্ড।

কিন্তু হ্যারি টেক্টর হাফ-সেঞ্চুরির সঙ্গে লড়াই করার পর আয়ারল্যান্ডের আসল আগ্রাসন আসে নিচের দিক থেকে। মার্ক আডেয়ার ও অ্যান্ডি ম্যাকব্রাইন এক সেশনের বেশি সময় ধরে ইংল্যান্ডের আক্রমণকে দমিয়ে রেখে আয়ারল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েন। ৬ উইকেটে ১৬২ রান থেকে আয়ারল্যান্ডকে ৩২৫ রানে নিয়ে যান এই জুটি। এর আগে অ্যাডায়ার সেঞ্চুরি থেকে ১২ রান দূরে আউট হয়ে ফিরে যান। ম্যাথু পটস ৭৬ বলে ৮৮ রান করা অ্যাডাইরকে আউট করেন। ম্যাকব্রাইন ৮৬ রানে অপরাজিত থেকে আয়ারল্যান্ডকে ৯ উইকেটে ৩৬২ রান তুলেতে সাহায্য করে।