আজ ১ জুন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে (Lord's, London) ইংল্যান্ড-আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ শুরু হবে। এটি দুই প্রতিবেশী দেশের মধ্যে একমাত্র টেস্ট। টেস্ট ক্রিকেটে নতুন দুই ক্রিকেট খেলা দেশের মধ্যে অন্যতম আয়ারল্যান্ড। ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় আইরিশ দলের। এ পর্যন্ত ৬টি টেস্ট খেলেছে তারা, যার মধ্যে গত দুই মাসে খেলেছে ৩টি। সম্প্রতি এসেক্সের বিপক্ষে ৩ দিনের প্র্যাকটিস ম্যাচ খেলে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে আয়ারল্যান্ড। অন্যদিকে, আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে অ্যাশেজের জন্য নিজেদের দলগত কম্বিনেশন চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড। এই ম্যাচের জন্য পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে আয়োজকরা। একনজরে দেখে নিন একমাত্র টেস্টের দল ও ব্রডকাস্টের খুঁটিনাটি।
ইংল্যান্ডের দল- বেন ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটকিপার), স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটস, জশ টং, জ্যাক লিচ।
আয়ারল্যান্ডের দল- অ্যান্ডি বলবর্নি (অধিনায়ক), পিটার মুর (উইকেটকিপার), লরকান টাকার (উইকেটকিপার), পল স্টার্লিং, মার্ক অ্যাডেয়ার, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ক্রেইগ ইয়ং, জেমস ম্যাককালাম, ম্যাথু ফস্টার, থমাস মেইস।
A classic David vs Goliath battle, with Ireland taking on England in this one-off test. Will giant-killers Ireland prevail or will England warm up in style for the #Ashes? Find out, on FanCode. Streaming live! 👉 https://t.co/vlLJ1f3f8A#ENGvIRE pic.twitter.com/uBCe44qUEC
— FanCode (@FanCode) June 1, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ?
১ জুন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে (Lord's, London) টেস্ট ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড।
কখন থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ?
ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ
সোনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া ইসিবির সঙ্গে ছয় বছরের জন্য চুক্তিবদ্ধ হয়। যদিও নেটওয়ার্কটি এখনও এই ম্যাচের জন্য সঠিক চ্যানেল নিশ্চিত করেনি, সোনি স্পোর্টস ৫ (Sony Sports 5) চ্যানেলে সম্ভবত এই ম্যাচটি টেলিভিশনে দেখানো হবে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ
সোনি লিভ লর্ডস টেস্ট সরাসরি সম্প্রচার করে। তবে এখনও পর্যন্ত এই অ্যাপের কোনও আপডেট পাওয়া যায়নি। অন্যদিকে, নিশ্চিত করা হয়েছে যে FanCode ইংল্যান্ড-আয়ারল্যান্ড টেস্ট সরাসরি সম্প্রচার করা হবে, যার জন্য প্রতি সাবস্ক্রিপশনে ১৯ টাকা খরচ হবে।