আজ ২ জুন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে (Lord's, London) ইংল্যান্ড-আয়ারল্যান্ড টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন। এটি দুই প্রতিবেশী দেশের মধ্যে একমাত্র টেস্ট। টেস্ট ক্রিকেটে নতুন দুই ক্রিকেট খেলা দেশের মধ্যে অন্যতম আয়ারল্যান্ড। লর্ডসে অ্যাশেজ প্রস্তুতি টেস্টের প্রথম দিনে বেন ডাকেটের অপরাজিত অর্ধশতরানের সুবাদে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসের লিড পায় ইংল্যান্ড। আয়ারল্যান্ডের ১৭২ রানে অল-আউটের জবাবে ইংল্যান্ড ১৫২-১। ইংল্যান্ডে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাঁ হাতি ব্যাটসম্যান ডাকেট 'হোম অফ ক্রিকেট'-এ রৌদ্রোজ্জ্বল দুপুরের পর ৬০ রানে অপরাজিত ছিলেন। জ্যাক ক্রলির ৫৬ রানের সঙ্গে ১০৯ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি। ক্রলির অর্ধ শতরান আসে মাত্র ৩৯ বলে। শেষ দিকে ওলি পোপ ২৯ রানে অপরাজিত ছিলেন। এর আগে ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড লর্ডস টেস্টে ৫ উইকেট নেন।
Start your Friday the right way 😎
Sit back, relax and enjoy all the highlights from Day 1 of #ENGvIRE 📺#EnglandCricket | @HomeOfCricket pic.twitter.com/9JhIu16ckz
— England Cricket (@englandcricket) June 2, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ দ্বিতীয় দিন?
২ জুন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে (Lord's, London) টেস্ট ম্যাচে দ্বিতীয় দিনে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড।
কখন থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ দ্বিতীয় দিন?
ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ দ্বিতীয় দিন শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ দ্বিতীয় দিন
সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports) এই ম্যাচটি টেলিভিশনে দেখানো হবে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ দ্বিতীয় দিন
সোনি লিভ লর্ডস টেস্ট সরাসরি সম্প্রচার করবে। এছাড়া FanCode ইংল্যান্ড-আয়ারল্যান্ড টেস্ট সরাসরি সম্প্রচার করা হবে, যার জন্য প্রতি সাবস্ক্রিপশনে ১৯ টাকা খরচ হবে।