England National Cricket Team vs India National Cricket Team, 5th Test Live Streaming: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর পঞ্চম টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৩ আগস্ট চতুর্থ দিনে মুখোমুখি হবে ENG বনাম IND। লন্ডনের কেনিংটন ওভালে (Kennington Oval, London) আয়োজিত হয়েছে এই ম্যাচ। গতকাল, যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) ১১৮ রান সঙ্গে আকাশ দীপের (Akash Deep) ৬৬ রান, রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ৫৩ রান এবং ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ৫৩ রানের সাহায্যে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় দিনে পঞ্চম টেস্টে ৩৭৪ রানের বিশাল টার্গেট দিয়েছে। ইংল্যান্ডের হয়ে জশ টাঙ্গ (Josh Tongue) দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন। এরপর ম্যাচের শেষ বলে জ্যাক ক্রলিকে (Zak Crawley) আউট করেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ইংল্যান্ডের স্কোর-৫০/১। ENG vs IND 5th Test Day 3 Live Scorecard: ওভালে ভারতের ব্যাটিং দাপট! কেরিয়ার সেরা ইনিংস আকাশদীপের, সেঞ্চুরির পথে যশস্বী; একনজরে স্কোরকার্ড
ইংল্যান্ড বনাম ভারত, পঞ্চম টেস্ট ম্যাচ ২০২৫
Stumps on Day 3 at the Oval 🏟️
A fantastic day with the bat for #TeamIndia 🙌
England 50/1 in the 2nd innings
India need 9⃣ wickets to win the fifth and final Test!
Scorecard ▶️ https://t.co/Tc2xpWNayE#ENGvIND pic.twitter.com/fILzecV2jy
— BCCI (@BCCI) August 2, 2025
ইংল্যান্ডের একাদশ- জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন, জশ টাঙ্গ।
ভারতের একাদশ- যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, করুণ নায়ার, শুভমন গিল (অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ।
ইংল্যান্ড বনাম ভারত, পঞ্চম টেস্ট ম্যাচ ২০২৫-এর সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত, পঞ্চম টেস্টের চতুর্থ দিনের ম্যাচ?
৩ আগস্ট লন্ডনের কেনিংটন ওভালে (Kennington Oval, London) আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত পঞ্চম টেস্টের চতুর্থ দিনের ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ইংল্যান্ড বনাম ভারত, পঞ্চম টেস্টের চতুর্থ দিনের ম্যাচ?
ইংল্যান্ড বনাম ভারত, পঞ্চম টেস্টের চতুর্থ দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম ভারত, পঞ্চম টেস্টের চতুর্থ দিনের ম্যাচ
ইংল্যান্ড বনাম ভারত, পঞ্চম টেস্টের চতুর্থ দিনের ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে Sony Sports Ten 1, Sony Sports Ten 3, Sony Sports Ten 4 এবং Sony Sports Ten 5 চ্যানেলে। এছাড়া বিনামূল্যে দেখা যাবে ডিডি স্পোর্টসে (DD Sports)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ম্যাচ
ইংল্যান্ড বনাম ভারত, পঞ্চম টেস্টের চতুর্থ দিনের ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে Jio Hotstar অ্যাপে।