England National Cricket Team vs India National Cricket Team, 5th Test: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর পঞ্চম টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ২ আগস্ট লন্ডনের কেনিংটন ওভালে (Kennington Oval, London) তৃতীয় দিনে মুখোমুখি হয়েছে ENG বনাম IND। ব্যাট হাতে আজ দারুণ শুরু করেছে ভারত। ইংল্যান্ডের পেসারদের অকেজো করে ভারতের হয়ে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এখন সেঞ্চুরির দিকে এগিয়ে। লাঞ্চে তিনি ১০৬ বলে ১০টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৮৫ রানে অপরাজিত। তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন নাইটওয়্যাচ ম্যান আকাশ দীপ (Akash Deep)। সাবলীল ব্যাটিং করে তিনি ৯৪ বলে ৬৬ রান করেন। ১২টি চারের সাথে খেলা তাঁর কেরিয়ার সেরা ইনিংস শেষ হয় জেমি ওভারটনের (Jamie Overton) বলে। ENG vs IND 5th Test Day 3 Live Streaming: ইংল্যান্ড বনাম ভারত পঞ্চম টেস্ট তৃতীয় দিনের ম্যাচ, ভারতে সরাসরি দেখবেন যেখানে
ইংল্যান্ড বনাম ভারত পঞ্চম টেস্ট তৃতীয় দিনের স্কোরকার্ড
It's Lunch on Day 3 of the 5th #ENGvIND Test!
A superb 6⃣6⃣ for Akash Deep & a solid 8⃣5⃣* for Yashasvi Jaiswal! 👏 #TeamIndia added 114 runs to their overnight score to move to 189/3. 👍
Stay tuned for second session! ⌛️
Scorecard ▶️ https://t.co/Tc2xpWMCJ6 pic.twitter.com/PY32ehEVCg
— BCCI (@BCCI) August 2, 2025
এখন জয়সওয়ালের সঙ্গ দেওয়ার জন্য এসেছেন শুভমন গিল (Shubman Gill)। তিনি মাত্র ৮ বলে ২টি চারের সাহায্যে ১১ রানে অপরাজিত রয়েছেন। ভারত এখন ১৬৬ রানে এগিয়ে রয়েছে। এর আগে ভারতের ওপেনার কেএল রাহুল (KL Rahul) ৭ রানে জশ টাঙ্গের (Josh Tongue) বলে এবং সাই সুদর্শন (Sai Sudharsan) ১১ রানে গাস অ্যাটকিনসনের (Gus Atkinson) বলে আউট হন। এর আগে সিরাজ এবং প্রসিদ্ধার ৪টি করে উইকেটে সুবাদে ২৪৭ অলআউট হয় ইংল্যান্ড। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে করুণ নায়ারের (Karun Nair) সঙ্গে ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) সুবাদে ভারত ২২৪ রান করে। করুণ ৫৭ রানের ইনিংস খেলেন। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে গাস অ্যাটকিনসন পাঁচ উইকেট তুলে নেন।