England National Cricket Team vs India National Cricket Team: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর পঞ্চম টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে হয়েছে। আজ, ৩ আগস্ট লন্ডনের কেনিংটন ওভালে (Kennington Oval, London) চতুর্থ দিনে মুখোমুখি হয়েছে ENG বনাম IND। আজ শুরু থেকে বল হাতে আগুন ঝরাতে থাকেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তার বোলিংয়ের সামনে হিমশিম খাওয়ার পর বেন ডাকেট (Ben Duckett) আউট হন প্রসিদ্ধ কৃষ্ণার (Prasidh Krishna) বলে। ডাকেট ৮৩ বলে ৫৪ রান করেন ৬টি চারের সাহায্যে। তার সঙ্গে ব্যাট করছিলেন ইংল্যান্ডের শেষ ম্যাচের অধিনায়ক অলি পোপ (Ollie Pope)। তিনি ৩৪ বলে ২৭ রান করে সিরাজের লেগ বিফোরের ফাঁদে পড়েন। ENG vs IND 5th Test Day 4 Live Streaming: ইংল্যান্ড বনাম ভারত পঞ্চম টেস্ট চতুর্থ দিনের ম্যাচ, ভারতে সরাসরি দেখবেন যেখানে
ইংল্যান্ড বনাম ভারত পঞ্চম টেস্ট চতুর্থ দিনের স্কোরকার্ড
1⃣1⃣4⃣ runs in the session
2⃣1⃣0⃣ more to go... pic.twitter.com/0S6eW3GhbJ
— England Cricket (@englandcricket) August 3, 2025
পোপের যখন উইকেট পড়ে তখন ইংল্যান্ডের স্কোর ১০৬/৩। এরপর হ্যারি ব্রুক (Harry Brook) এবং জো রুট (Joe Root) ৫৮ রানের জুটি গড়েন। লাঞ্চ ব্রেক অবধি ব্রুক ৩০ বলে ৩৮ রানে এবং রুট ৪৬ বলে ২৩ রানে অপরাজিত রয়েছেন। ইংল্যান্ডের স্কোর প্রথম সেশনে-১৬৪/৩, তাদের জয়ের জন্য প্রয়োজন ২১০ রান এবং ভারতের প্রয়োজন ৭ উইকেট। ক্রিস ওকস চোটের কারণে আগেই বাদ পড়েছেন তাই ইংল্যান্ডের ৬ উইকেট তুলতে পারলেই ভারতের জয় নিশ্চিত হয়ে যাবে।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে করুণ নায়ারের (Karun Nair) সঙ্গে ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) সুবাদে ভারত ২২৪ রান করে। করুণ ৫৭ রানের ইনিংস খেলেন। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে গাস অ্যাটকিনসন পাঁচ উইকেট তুলে নেন। এরপর সিরাজ এবং প্রসিদ্ধার ৪টি করে উইকেটে সুবাদে ২৪৭ অলআউট হয় ইংল্যান্ড।