Shubman Gill. (Photo Credits:X)

England National Cricket Team vs India National Cricket Team, 5th Test: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর পঞ্চম টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ৩১ জুলাই কেনিংটন ওভালে (Kennington Oval, London) আয়োজিত হয়েছে ENG বনাম IND-এর ম্যাচ। এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক অলি পোপ (Ollie Pope)। চোটের কারণে এই ম্যাচ থেকে গতকালই সরে যান নিয়মিত অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। প্রথমে ব্যাট করতে নেমে আজকেও তাড়াতাড়ি আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ৯ বলে ২ রান করে গাস অ্যাটকিনসনের (Gus Atkinson) লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। ENG vs IND 5th Test Toss Update: টসে জিতে ওভালে প্রথমে বল করবে ইংল্যান্ড, দুই দলেই চারটে বড় পরিবর্তন

ইংল্যান্ড বনাম ভারত পঞ্চম টেস্ট ম্যাচের স্কোরকার্ড

এরপর ৪০ বল খেলে ইনিংস স্থির করার চেষ্টা করলেও ক্রিস ওকসের (Chris Woakes) বলে আউট হন কেএল রাহুল। মেঘলা দিনে ইংলিশ পেসের সামনে যখন ৩৮/২ স্কোরে ভারত যখন বিপাকে তখন সাই সুদর্শন (Sai Sudharsan) অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill) সঙ্গে ৩৫ রানের ভালো জুটি গড়েন। এরপর লন্ডনের আকাশ ভেঙে নামে বৃষ্টি, ফলে তাড়াতাড়ি লাঞ্চ নিয়ে নেওয়া হয়। প্রথম সেশনের শেষে সাই ৬৭ বলে ২৭ রান করেছেন ৪টি চারের সাহায্যে। অন্যদিকে, গিল ২৩ বলে ৩টি চারের সাহায্যে ১৫ রান করেন। ভারতের প্রথম সেশনে স্কোর-৭২/২।