England National Cricket Team vs India National Cricket Team, 4th Test Live Streaming: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর চতুর্থ টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৭ জুলাই পঞ্চম দিনে মুখোমুখি হবে ENG বনাম IND। ম্যানচেস্টারের এমিরেটস ওল্ড ট্রাফোর্ডে (Emirates Old Trafford, Manchester) আয়োজিত হয়েছে এই ম্যাচ। শুভমন গিল (Shubman Gill) এবং কেএল রাহুল (KL Rahul) চতুর্থ দিনে ২ উইকেটে ১৭৪ রানে খেলা শেষ করে। ০/২ থেকে খেলা শুরু করে গিল (৭৮) এবং রাহুল (৮৭) দ্বিতীয় ইনিংসে ১৭৪ রানের তৃতীয় উইকেটের পার্টনারশিপ গড়েন, ভারত পিছিয়ে ১৩৭ রানে। এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৬৬৯ রানে অলআউট হয়ে যায়। গতকাল, ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) ১৯৮ বলে ১৪১ রান করেন। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) চার উইকেট নেন। ENG vs IND 4th Test: রাহুল, গিলের অবিশ্বাস্য লড়াইয়ে ড্রয়ের আশায় টিম ইন্ডিয়া, ৩৭৩টা বল সামলে এবার চ্যালেঞ্জ ৫০০টার
ইংল্যান্ড বনাম ভারত, চতুর্থ টেস্ট ম্যাচ ২০২৫
That's stumps.
We need eight wickets to win the Test and the series going into Day 5 👊 pic.twitter.com/6Hqvwng7Xs
— England Cricket (@englandcricket) July 26, 2025
ইংল্যান্ডের একাদশ- জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার।
ভারতের একাদশ- যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সাই সুদর্শন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, অংশুল কম্বোজ।
ইংল্যান্ড বনাম ভারত, চতুর্থ টেস্ট ম্যাচ ২০২৫-এর সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত, চতুর্থ টেস্টের পঞ্চম দিনের ম্যাচ?
২৭ জুলাই ম্যানচেস্টারের এমিরেটস ওল্ড ট্রাফোর্ডে (Emirates Old Trafford, Manchester) আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত চতুর্থ টেস্টের পঞ্চম দিনের ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ইংল্যান্ড বনাম ভারত, চতুর্থ টেস্টের পঞ্চম দিনের ম্যাচ?
ইংল্যান্ড বনাম ভারত, চতুর্থ টেস্টের পঞ্চম দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম ভারত, চতুর্থ টেস্টের পঞ্চম দিনের ম্যাচ
ইংল্যান্ড বনাম ভারত, চতুর্থ টেস্টের পঞ্চম দিনের ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে Sony Sports Ten 1, Sony Sports Ten 3, Sony Sports Ten 4 এবং Sony Sports Ten 5 চ্যানেলে। এছাড়া বিনামূল্যে দেখা যাবে ডিডি স্পোর্টসে (DD Sports)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম ভারত, চতুর্থ টেস্টের পঞ্চম দিনের ম্যাচ
ইংল্যান্ড বনাম ভারত, চতুর্থ টেস্টের পঞ্চম দিনের ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে Jio Hotstar অ্যাপে।