ENG vs IND 4th Test: এভারেস্ট প্রমাণ চাপের মুখে ব্যাট করতে নেমে অবিশ্বাস্য লড়াই টিম ইন্ডিয়ার দুই তারকা কেএল রাহুল (KL Rahul) ও অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill)। ৩১১ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে ০ রানে ২ উইকেট হারানোর পর, চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ১৭৪ রান। এখনও ইনিংস হার এড়াতে গিলদের চাই ১৩৭ রান। আর হার এড়াতে খেলতে হবে প্রায় ৪৭০ থেকে ৫০০টা বল, হাতে এখনও ৮টি উইকেট। তৃতীয় উইকেটে রাহুল-গিল অবিচ্ছিন্ন থেকে যোগ করেছেন ১৭৪ রান, খেলেছেন ৩৭৩টি বল। রাহুল অপরাজিত ৮০ রানে, আর গিল ৭৮ রানে। অসম্ভব জেদের পরিচয় দিয়ে দুজনে মাথা উঁচু করে মাঠ ছাড়লেন, সঙ্গে দলকে ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখালেন রাহুল-গিল। কাল, রবিবার শেষদিনে প্রথম সেশনে রাহুল-গিল সামলে দিলে ড্র-য়ের আশা করাই যায়।
প্রথম ওভারে দুটি উইকেট খোয়ানোর পর, দুটো সেশনে কোনও উইকেট হারায়নি ভারত
৩৭৭ ইংল্যান্ড প্রথম ইনিংসে ৬৬৯ রান করে ডিক্লেয়ার দেওয়ার পর, ৩১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। কিন্তু কোনও রান ওঠার আগেই ইনিংসের প্রথম ওভারেই আউট হয়ে যান ওপেনার যশস্বী জয়সওয়াল ও তিন নম্বরে নামা সাই সুদর্শন। একেবারে নিশ্চিত হারের মুখে ব্যাট করতে নেমে সেখান থেকে ৬২.১ ওভার অপরাজিত থেকে গেলেন কেএল রাহুল ও গিল। রাহুল দিনের শেষে ২১০ বলে ৮০ রান করে অপরাজিত, আর অধিনায়ক গিল ১৬৭ বলে ৭৮ রানে খেলছেন। দুজনেরই স্ট্রাইক রেট ৪০-র ঘরে। ৩৭৩টা বল খেলে দিলেন রাহুল, গিল। ইংল্য়ান্ডের থেকে এখনও ১৩৭ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। মানে ইনিংসে হার রুখতে চাই সেই রানটা। আর ম্যাচ ড্র করতে হলে আগামিকাল,রবিবার শেষদিনে টিম ইন্ডিয়াকে আরও অন্তত ৫০০টা বল খেলতে হবে। হাতে আছেন আর ৮টি উইকেট। এই টেস্টে হারলেই সিরিজ হেরে বসবেন গিলরা। আর অবিশ্বাস্য়ভাবে ড্র করলে সিরিজের শেষ টেস্টে ২-২ করার সুযোগ থাকবে টিম ইন্ডিয়ার।
দারুণ যুগলবন্দি রাহুল-গিলের
KL Rahul and skipper Shubman Gill stand tall for India with all to play for on Day 5 in Manchester 👊#WTC27 #ENGvIND 📝: https://t.co/FGxBigGy6J pic.twitter.com/vfNSWXoGPo
— ICC (@ICC) July 26, 2025
ওকস শুরুতেই দুটি উইকেট নেন
ক্রিস ওকস প্রথম ওভারে দুটি উইকেট তুলে নেওয়ার পর, শত চেষ্টা করেও আর্চার, কার্স, ডাওসনরা উইকেট পাননি। টেস্টে তাঁর ১৪তম সেঞ্চুরিটি এদিন পূর্ণ করে আর বল করেননি অধিনায়ক বেন স্টোকস।