England National Cricket Team vs India National Cricket Team, 2nd Test Live Streaming: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর দ্বিতীয় টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ৩ জুলাই দ্বিতীয় দিনের ম্যাচে মুখোমুখি হবে ENG বনাম IND। বার্মিংহাম এজবাস্টনে (Edgbaston, Birmingham) আয়োজিত হয়েছে এই ম্যাচ। অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) ভারতের জন্য অপরাজিত শতক (১১৪) স্কোর করেছেন, যা তাদের ৫ উইকেটে ৩১০ রান করতে সাহায্য করেছে। ডানহাতি ব্যাটসম্যান টেস্ট অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) সাথে ষষ্ঠ উইকেটে অপরাজিত ৯৯ রান যোগ করেছেন। এর আগে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ১০৭ বলে ৮৭ রান করেন। এছাড়া করুণ নায়ার (Karun Nair) ৩১ রান করেন। ইংল্যান্ডের জন্য ক্রিস ওকস (Chris Woakes) দুটি উইকেট নিয়েছেন। Shubhman Gill: টানা দুটি টেস্টে সেঞ্চুরির নজির অধিনায়ক শুভমন গিলের, প্রথম দিনের শেষে ৫ উইকেটে ৩১০ টিম ইন্ডিয়ার
ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্ট ম্যাচ ২০২৫
That's stumps ✅
Good work from Chris Woakes and our bowling attack has put us in a strong position on Day 1 💪 pic.twitter.com/uit6LSOxn0
— England Cricket (@englandcricket) July 2, 2025
ইংল্যান্ডের একাদশ- বেন ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্সে, জশ টাং, শোয়েব বশির।
ভারতের একাদশ- যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, করুণ নায়ার, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।
ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্ট ম্যাচ ২০২৫-এর সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
৩ জুলাই বার্মিংহাম এজবাস্টনে (Edgbaston, Birmingham) আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ
ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে Sony Sports Ten 1, Sony Sports Ten 3, Sony Sports Ten 4 এবং Sony Sports Ten 5 চ্যানেলে। এছাড়া বিনামূল্যে দেখা যাবে ডিডি স্পোর্টসে (DD Sports)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ
ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে Jio Hotstar অ্যাপে।