Ravindra Jadeja (Photo Credit: BCCI/ X)

England National Cricket Team vs India National Cricket Team, 2nd Test Live Scorecard: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর দ্বিতীয় টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ৩ জুলাই বার্মিংহাম এজবাস্টনে (Edgbaston, Birmingham) দ্বিতীয় দিনের ম্যাচে মুখোমুখি হয়েছে ENG বনাম IND। গতকাল রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) সঙ্গে দুর্দান্ত জুটি গড়ার পর আজকেও পুরো সেশন জুড়ে একে অপরকে ভালো সাপোর্ট করেন শুভমন গিল (Shubman Gill)। সেঞ্চুরি করে আজ ব্যাট করতে নেমে নিজের কেরিয়ারে প্রথমবার ১৫০+ রান করেছেন তিনি। জাদেজাও নিজের খেলা নিয়ে সব সমালোচনা কাটাতে সক্ষম হন। অবশেষে তিনি হাফসেঞ্চুরি করে দলে দ্রুত কিছু রান যোগ করতে সক্ষম হন। এই জুটি ভারতকে ২১১/৫ থেকে ৪১৪/৬ রানে নিয়ে যায়। Shubman Gill, ENG vs IND: রেকর্ড ব্যাটিং! এজবাস্টনে কেরিয়ারের প্রথম ১৫০ রান টেস্ট অধিনায়ক শুভমন গিলের

ইংল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টেস্ট দ্বিতীয় দিন স্কোরকার্ড

ইংল্যান্ডের বিপক্ষে ছক্কা মেরে ভারতকে ৪০০ রান পার করান জাদেজা। এরপর তিনি জশ টাং (Josh Tongue)-এর বলে উইকেট দিয়ে ফিরে যান। এটাই ইংল্যান্ডের একমাত্র সাফল্য। ১৩৭ বলে ৮৯ করা জাদেজা একটুর জন্য তার সেঞ্চুরির সুযোগ মিস করেন, কিন্তু তিনি ভারতকে এই সেশন জিতে নিতে সাহায্য করেন। আজকের দিনের প্রথম সেশনে অধিনায়ক গিল ২৮৮ রানে ১৬৮ রান করে অপরাজিত রয়েছেন। তার ইনিংসে রয়েছে ১৮টি চার এবং ১টি ছক্কা। তার সঙ্গ দিতে ব্যাট করতে নেমেছেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। তারা লাঞ্চের আগে ৪১৯/৬ স্কোর করে এখন ইংল্যান্ডের সামনে বিশাল টার্গেট দেওয়ার জন্য টি-সেশন অবধি খেলতে চাইবে।