ECB Central Contracts 2024-25: আন্তর্জাতিক কেরিয়ারে চমকপ্রদ সাফল্যের পর তরুণ জেকব বেথেলকে (Jacob Bethell) নতুন কেন্দ্রীয় চুক্তি দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। উদীয়মান ফাস্ট বোলার জশ হালকে ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে রাখা হয়েছে। এছাড়া অভিজ্ঞ ফাস্ট বোলার জোফরা আর্চারের চুক্তির মেয়াদও ২ বছর বাড়ানো হয়েছে। ফলে ২০২৫-২৬ মরসুমের শেষে তাঁর বিশ্বকাপে খেলার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। আর্চার সর্বশেষ ২০২১ সালে টেস্ট ম্যাচ খেললেও সম্প্রতি ফিটনেস ফিরে পেতে সাদা বলের ক্রিকেটে দারুণভাবে ফিরে এসেছেন। আসলে, ৩১ অক্টোবর প্রকাশিত মূল চুক্তির তালিকায় কিছু পরিবর্তন এনেছে ইংল্যান্ড। উদীয়মান উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথসহ মাত্র ৭ জন ক্রিকেটার দুই বছরের চুক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন এবং বেথেলকে ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে রাখা হয়েছে। ২১ বছর বয়সী বেথেল ২০২৪ সালে তিন ফরম্যাটেই অভিষেক করেন এবং দ্রুত নিজের জন্য নাম তৈরি করেন। ICC WTC Points Table 2023-25: স্লো-ওভার রেটে পয়েন্ট কাটল ইংল্যান্ডের, পেনাল্টির পর আইসিসিকে কটাক্ষ বেন স্টোকসের
সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত দৌড়ের পর চলতি নিউজিল্যান্ড সফরেই প্রথম টেস্ট ক্যাপ পেলেন তিনি। দ্বিতীয় ইনিংসে অপরাজিত অর্ধশতরান করে তিন নম্বরের ভূমিকায় নিজের নির্বাচনকে ঠিক প্রমাণ করেন। উল্লেখযোগ্যভাবে, বাঁহাতি ব্যাটিং অলরাউন্ডার ২৪ নভেম্বর মেগা নিলামের সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথমবার যোগ দিয়েছেন।
ইংল্যান্ড দুই বছরের কেন্দ্রীয় চুক্তি- গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, জস বাটলার, জো রুট, জেমি স্মিথ, বেন স্টোকস, মার্ক উড, জোফরা আর্চার
ইংল্যান্ড এক বছরের কেন্দ্রীয় চুক্তি- রেহান আহমেদ, জনি বেয়ারস্টো, শোয়েব বশির, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, জ্যাক লিচ, লিয়াম লিভিংস্টোন, অলি পোপ, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, অলি স্টোন, জশ টাঙ্গ, রিস টপলি, ক্রিস ওকস, জ্যাকব বেথেল।
ডেভেলপমেন্ট ক্যাটাগরি- জশ হাল, জন টার্নার