ভারতের ঘরোয়া ক্রিকেটের আন্তঃ-আঞ্চলিক দলীপ ট্রফির আজ দ্বিতীয় দিন। দলীপ ট্রফিতে শাহবাজ নাদিমকে সহ-অধিনায়ক করে পূর্বাঞ্চলের নেতৃত্ব দিচ্ছেন বাংলার অভিজ্ঞ ব্যাটসম্যান অভিমন্যু ঈশ্বরন। প্রথম দিন টসে জিতে মধ্যাঞ্চল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। আলুরের কেএসসিএ ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করতে নেমে মধ্যাঞ্চলের কেউ ইনিংস দাঁড় করাতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন রিংকু সিং। এছাড়া হিমাংশু মন্ত্রী ২৯ রান, উপেন্দ্র যাদব ২৫ রান, বিবেক সিং ২১ রান এবং অধিনায়ক শিবম মাভি ১৬ রান করেন। পূর্বাঞ্চলের হয়ে দুর্দান্ত বোলিং করে মণিশঙ্কর মুরাসিংহ ৫ উইকেট এবং শাহবাজ আহমেদ ২ উইকেট নেন। এছাড়া ইশান পোরেল এবং শাহবাজ নাদিম ১টি করে উইকেট নেন। এর ফলে মাত্র ১৮২ রানে গুটিয়ে যায় মধ্যাঞ্চল। এরপর ব্যাট করতে নেমে তাড়াতাড়ি ফিরে যান ৬ রানে শান্তনু মিশ্র এবং শূন্য রানে অভিমন্যু ঈশ্বরন ফিরে যান। দুটি উইকেটেই নেন আবেশ খান। এখনও তারা ১৫০ রানে পিছিয়ে। Protester Stops Lords Test, Ashes 2023: দেখুন, লর্ডস টেস্টে বিঘ্ন ঘটানো প্রতিবাদকারীকে সরালেন জনি বেয়ারস্টো
Stumps Day 1: East Zone - 32/2 in 11.6 overs (Sudip Kumar Gharami 19 off 33, Shahbaz Nadeem 6 off 7) #CZvEZ #DuleepTrophy #QF1
— BCCI Domestic (@BCCIdomestic) June 28, 2023
কবে, কোথায় আয়োজিত হবে পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩?
২৯ জুন বেঙ্গালুরুর কেএসসিএ ক্রিকেট গ্রাউন্ড, আলুর (KSCA Cricket Ground, Alur) দলীপ ট্রফিতে দ্বিতীয় দিনে মুখোমুখি হবে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল।
কখন থেকে শুরু হবে পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩?
২০২৩ দলীপ ট্রফিতে পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চলের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩?
পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩?
পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩ অনলাইনেও সরাসরি সম্প্রচার করা হবে না। বিসিসিআই ডোমেস্টিকে ম্যাচের খবর জানা যাবে।