চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (BPL 2024) টানা নয় ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে দুর্দান্ত ঢাকা (Durdanto Dhaka)। তাসকিন আহমেদের নেতৃত্বাধীন দলটি সাহস দেখালেও মাঝপথে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। গত ম্যাচে অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালেক্স রস ৪৯ বলে ৮৯* রানের দুর্দান্ত ইনিংস খেললেও মাঝখানে তার কোনো সতীর্থ তাকে সঙ্গ দিতে পারেননি। গোটা মরসুম জুড়েই দুর্দান্ত ঢাকার গল্প এমনই। অন্যদিকে, খুলনা বর্তমানে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে এবং বাছাইপর্বে জায়গা করে নেওয়ার সত্যিই ভাল সুযোগ রয়েছে। তবে টুর্নামেন্টের প্রথম চার ম্যাচ জেতার পর টানা পাঁচ হারের মুখ দেখতে হয় আনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন দলটিকে। তবে তাদের সর্বশেষ জয়টি এসেছে ঢাকার বিপক্ষে আজ আবার ১৬ ফেব্রুয়ারি তাদের বিপক্ষে আরেকটি জয় খুলনার অভিযানকে ফের জয়ের পথে ফেরাতে পারে। Ahmed Shehzad Catch: দেখুন, বাংলাদেশ প্রিমিয়ার লিগে আহমেদ শেহজাদের অসাধারণ ক্যাচ
BPL T20 2024: Match 33 | 02:00 PM
Khulna Tigers vs Durdanto Dhaka#BPL | #BCB | #Cricket | #BPL2024 pic.twitter.com/HlptMxaZFJ
— Bangladesh Cricket (@BCBtigers) February 15, 2024
খুলনা টাইগার্সঃ অ্যালেক্স হেলস, আফিফ হোসেন, আনামুল হক (অধিনায়ক), এভিন লুইস, মাহমুদুল হাসান জয়, ওয়েন পার্নেল, লুক উড, নাসুম আহমেদ, রুবেল হোসেন, মুকিদুল ইসলাম, নাহিদ রানা, হাবিবুর রহমান সোহান, সুমন খান, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান, নাহিদুল ইসলাম, ফাহিম আশরফ।
দুর্দান্ত ঢাকাঃ মহম্মদ নঈম, অ্যাডাম রসিংটন (উইকেটরক্ষক), সাইফ হাসান, অ্যালেক্স রস, শন উইলিয়ামস, এস এম মেহরোব, মোসাদ্দেক হোসেন, আলাউদ্দিন বাবু, তাসকিন আহমেদ (অধিনায়ক), আরাফাত সানি, শোরিফুল ইসলাম, মহম্মদ ইরফান, ইরফান সুক্কুর, জসিম উদ্দিন, তাহজিবুল ইসলাম, সাব্বির হোসেন, সাইম আইয়ুব।
কবে, কোথায় আয়োজিত হবে দুর্দান্ত ঢাকা বনাম খুলনা টাইগার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ ম্যাচ?
১৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram) আয়োজিত হবে দুর্দান্ত ঢাকা বনাম খুলনা টাইগার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ ম্যাচ।
কখন থেকে শুরু হবে দুর্দান্ত ঢাকা বনাম খুলনা টাইগার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ ম্যাচ?
দুর্দান্ত ঢাকা বনাম খুলনা টাইগার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায় এবং বাংলাদেশে ২টোয়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন দুর্দান্ত ঢাকা বনাম খুলনা টাইগার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ ম্যাচ
সরাসরি টিভিতে দুর্দান্ত ঢাকা বনাম খুলনা টাইগার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২৪ ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে না, তবে বাংলাদেশে দেখবেন গাজী টিভিতে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন দুর্দান্ত ঢাকা বনাম খুলনা টাইগার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ ম্যাচ
ভারতে সরাসরি অনলাইনে দেখতে পাবেন ফ্যানকোড অ্যাপে।