IPL No-Ball Rule (Photo Credit: Star Sports/ X)

No Ball Rule, IPL 2025: বুধবার ১৭ এপ্রিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) বনাম রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) আইপিএল ২০২৫ ((IPL 2025) মরসুমের প্রথম সুপার ওভার খেলে। প্রায় চার বছর পর ফের সুপার ওভার হলেও খেলায় কাল বড় নাটক ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। আসলে সুপার ওভার চলাকালীন শিমরন হেটমায়ারের (Shimron Hetmyer) বলে চার মারার পর চাপের মুখে বোলিং করছিলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)৷ এরপর চতুর্থ বলে সামনে রিয়ান পরাগ (Riyan Parag) এলে লো ফুলটসে বল করেন তিনি৷ পরাগ সেই ডেলিভারিতে চার মারলেও আম্পায়ার সেটিকে নো-বল ঘোষণা করেন। ফলে আরআর (RR) একটি ফ্রি হিট পায়। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে আদেও এটা নো-বল নাকি নয়। Match Fixing in IPL: আইপিএল ২০২৫ মরসুমে ফিক্সিংয়ের মেঘ, হায়দরাবাদের ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিসিসিআইয়ের

ঠিক যে কারণে নো বল দেওয়া হল মিচেল স্টার্ককে

রিপ্লেতে দেখা যায়, স্টার্কের ব্যাক ফুট রিটার্ন ক্রিজ স্পর্শ করছে। বড় পর্দায় তা দেখানোর পর আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। অনেক ফ্যান এমনকি ধারাভাষ্যকাররাও এই কল সম্পর্কে নিশ্চিত ছিলেন না। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল (Simon Doull) অন এয়ারে বলেন, 'আমার মনে হয় না এটা নো বল। আপনাকে লাইন স্পর্শ করার অনুমতি দেওয়া হয়েছে।' কিন্তু ক্রিকেটের নিয়ম কি বলছে?

এমসিসির নো-বল নিয়ম

এমসিসির রুলবুকের ২১.৫ নম্বর আইন অনুযায়ী, বোলারের ব্যাক ফুট রিটার্ন ক্রিজ স্পর্শ করলে বা অতিক্রম করলে তা আসলে নো-বল। নিয়ম বলছে, বোলারের পা অবশ্যই লাইনের ভিতরে থাকবে এবং স্পর্শ করবে না। তাই থার্ড আম্পায়ার ঠিকই বলেছেন। এমনকি শুধু লাইন স্পর্শ করলেও তা অবৈধ হয়ে যায়। আসলে বোলাররা যাতে বোলিংয়ের সময় বেশি ওয়াইড হয়ে অদ্ভুত অ্যাঙ্গেল না পায় সেজন্যই এই নিয়ম। মিচেল স্টার্ক উইকেটের চারপাশ থেকে বোলিং করছিলেন, তাই এই ধরনের পরিস্থিতিতে এই আইনটি সত্যিই গুরুত্বপূর্ণ।