Delhi Capitals WPL (Photo Credit: DC/ X)

Delhi Capitals WPL vs Gujarat Giants WPL, WPL 2025: মঙ্গলবার উইমেন্স প্রিমিয়ার লিগের ১০ নম্বর ম্যাচে মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস ও গুজরাট জায়ান্টস। সেই ম্যাচে গুজরাট জায়ান্টসকে সহজেই হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১২৭ রান তুলতে পারে গুজরাট জায়ান্টস। জবাবে ১৫.১ ওভারে ৪ উইকেটের টার্গেট তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। একই সঙ্গে এই জয়ের পর পয়েন্ট টেবিলে বড় রদবদল হয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে দিল্লি ক্যাপিটালস। এখন দিল্লি ক্যাপিটালসের ৫ ম্যাচে ৬ পয়েন্ট থাকলেও দলের নেট রান রেট -০.২২৩। তা সত্ত্বেও সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। এর ফলে স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দ্বিতীয় স্থানে নেমে গেছে। তাদের ৪ ম্যাচে ৪ পয়েন্টের সঙ্গে দলের নেট রান রেট ০.৬১৯। Women’s Premier League 2025: উইমেন্স প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম সুপার ওভারে ম্যাচ, ঘরের মাঠে হার স্মৃতি-রিচাদের

দিল্লি ক্যাপিটালস ডব্লিউপিএল বনাম গুজরাট জায়ান্টস ডব্লিউপিএল স্কোরকার্ড

দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তাদের নেট রান রেট ০.৬১০। এই দুই দল ছাড়া ৪ ম্যাচে ৪ পয়েন্ট ইউপি ওয়ারিয়র্সের, তাদের নেট রান রেট ০.১৬৭। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দিল্লি ক্যাপিটালস ছাড়াও বাকি তিন দলের পয়েন্ট ৪ পয়েন্ট। এই দলগুলোর মধ্যে পার্থক্য শুধু নেট রান রেটের। এদিকে চলতি মরসুমে ধুঁকছে গুজরাট জায়ান্টস। এখনও পর্যন্ত ৪ ম্যাচে গুজরাট জায়ান্টদের জয় মাত্র ১টি। ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে গুজরাট জায়ান্টস। আজ উইমেন্স প্রিমিয়ার লিগে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স এবং ইউপি ওয়ারিয়র্স একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচে জয়ী দল পৌঁছে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে।