Australia National Cricket Team vs India National Cricket Team: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ (ODI Series)-এর দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। আজ, ২৩ অক্টোবর অ্যাডিলেডের অ্যাডিলেড ওভালে (Adelaide Oval, Adelaide) মুখোমুখি হয় AUS বনাম IND। এই ম্যাচে ভারতের দেওয়া ২৬৬ রানের টার্গেট ৮ খুইয়ে তুলে নেয় অস্ট্রেলিয়া। এই জয়ে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে এগিয়ে গিয়েছে। রান তাড়া করতে নেমে অজিদের হয়ে অধিনায়ক মিচেল মার্শ (Mitchell Marsh) আজ ১১ রানে দ্রুত আউট হয়ে যান। ট্রাভিস হেড (Travis Head) ২৮ রান করে ফিরে গেলে অজিরা শুরুতে বিপাকে পড়ে। তখন ম্যাথু শর্ট (Matthew Short) ৭৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এরপর আবার নিচের দিকে উইকেট পড়তে থাকলে কুপার কনোলি (Cooper Connolly) ৬১ রান করে অজিদের জয় নিশ্চিত করেন। AUS vs IND 2nd ODI Live Scorecard: রোহিত-শ্রেয়সের ইনিংসের সুবাদে অ্যাডিলেডে ভারতের স্কোর-২৬১/৯
অস্ট্রেলিয়া বনাম ভারত, দ্বিতীয় ওয়ানডে স্কোরকার্ড
Some BIG performances from fresh Aussie faces get the hosts home & clinch the #AUSvIND ODI series!
Cooper Connolly was brilliant in a promising result for now AND the future >> https://t.co/saNfKYzKRt pic.twitter.com/v1EbvvWpd0
— Fox Cricket (@FoxCricket) October 23, 2025
ভারতের বোলাররা শেষের দিকে অজিদের টেলএন্ডারদের ওপর চাপ বাড়িয়ে কয়েকটি উইকেট তুলে নিলেও দলের জয় নিশ্চিত করতে পারেনি। ভারতের হয়ে অর্শদীপ সিং (Arshdeep Singh), হর্ষিত রানা (Harshit Rana) এবং ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ২টি করে উইকেট তুলে নেন। বাকি ১টি করে উইকেট পান মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং অক্ষর প্যাটেল (Axar Patel) ১টি করে উইকেট নেন। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মা (Rohit Sharma) ৭৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। বিরাট কোহলি (Virat Kohli) ০ রানে আউট হলে, রোহিত শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) সঙ্গে ১০০ রানের জুটি গড়েন। এরপর শ্রেয়স ৬১ রানের এবং অক্ষর প্যাটেল (Axar Patel) ৪৪ রানের ইনিংস খেলেন। অজিদের হয়ে জাম্পা ৪ উইকেট নিয়েছেন। আগামী শনিবার (২৫ অক্টোবর) শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।