Australia National Cricket Team vs India National Cricket Team: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ (ODI Series)-এর দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ২৩ অক্টোবর অ্যাডিলেডের অ্যাডিলেড ওভালে (Adelaide Oval, Adelaide) মুখোমুখি হয়েছে AUS বনাম IND। এই ম্যাচে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ (Mitchell Marsh)। প্রথম ওয়ানডেতে বিফল হওয়ার পর রোহিত শর্মা (Rohit Sharma) এই ম্যাচে ঘুরে দাঁড়ান এবং ৭৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে আজকেও তাড়াতাড়ি আউট হয়ে যান ভারতের অধিনায়ক শুভমন গিল (Shubman Gill), তিনি ৯ রানে আউট হওয়ার পর, তারপরই আউট হন বিরাট কোহলি (Virat Kohli)। যখন ভারতের স্কোর ১৭/২ তখন রোহিত শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) সঙ্গে ১০০ রানের জুটি গড়েন। Virat Kohli To Announce Retirement From ODIs? ওয়ানডে থেকে অবসর নেবেন বিরাট কোহলি? অ্যাডিলেডে আউট হয়ে দিলেন ইঙ্গিত
অস্ট্রেলিয়া বনাম ভারত, দ্বিতীয় ওয়ানডে স্কোরকার্ড
Innings Break!
A 118-run partnership between Rohit Sharma and Shreyas Iyer propels #TeamIndia to a total of 264/9.
Scorecard - https://t.co/q4oFmXx6kr #TeamIndia #AUSvIND #2ndODI pic.twitter.com/o5dN2FGhtA
— BCCI (@BCCI) October 23, 2025
এরপর রোহিত আউট হলে শ্রেয়সও হাফসেঞ্চুরি করে ৬১ রানে অ্যাডাম জাম্পার (Adam Zampa) বলে আউট হন। এরপর অক্ষর প্যাটেল (Axar Patel) ৪৪ রানের ইনিংস খেলেন বাকি কোনও ব্যাটসম্যানই বেশী রান করতে পারেননি। শেষের দিকে হর্ষিত রানা (Harshit Rana) ১৮ বলে ২৪ রান করে ভারতকে ২৫০+ স্কোরে নিয়ে যান। অস্ট্রেলিয়ার সামনে এখন ২৬৫ রানের টার্গেট রয়েছে। অজিদের হয়ে জাম্পা ৪ উইকেট নিয়েছেন, এছাড়া জেভিয়ার বার্টলেট (Xavier Bartlett) ৩ উইকেট এবং মিচেল স্টার্ক (Mitchell Starc) ২ উইকেট নেন।