Hasan Nawaz (Photo Credit: Pakistan Cricket/ X)

West Indies National Cricket Team vs Pakistan National Cricket Team: ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ ২০২৫ (ODI 2025)-এর প্রথম ওয়ানডে ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। গতকাল, ৮ আগস্ট ত্রিনিদাদের তারোবার ব্রায়ান লারার স্টেডিয়ামে (Brian Lara Stadium, Tarouba, Trinidad) মুখোমুখি হয় WI বনাম PAK। হাসান নওয়াজ (Hasan Nawaz) এই ম্যাচের তারকা ছিলেন। তিনি পাকিস্তানের হয়ে অপরাজিত ৬৩ রান করেন এবং হুসেন তালাতের (Hussain Talat) সঙ্গে ১০৪ রানের পার্টনারশিপ গড়েন। তার অনবদ্য ইনিংসের সুবাদে পাকিস্তান প্রথম ওয়ানডে ম্যাচে পাঁচ উইকেটে ম্যাচটি জিতে তিন ম্যাচের সিরিজে লিড নিয়েছে। টসে জিতে প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। সেখানে ওয়েস্ট ইন্ডিজ ২৮০ রান করে এভিন লুইস (Evin Lewis), শাই হোপ (Shai Hope) এবং রস্টন চেজের (Roston Chase) হাফসেঞ্চুরির সুবাদে। Haider Ali: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পাকিস্তানের তারকা ক্রিকেটার, জামিনের হলেও জারি থাকবে তদন্ত

ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান, প্রথম ওয়ানডে ম্যাচ

বাকি পাকিস্তানের বোলাররা নিশ্চিত করেছেন যে ওয়েস্ট ইন্ডিজ বেশী স্কোর না করতে পারে। যেখানে শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) ৫১ রানে ৪ উইকেট নিয়েছেন এবং নাসিম শাহ (Naseem Shah) ৫৫ রানে ৩ উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান কিন্তু শুরুটা ভালো করতে পারেনি। ৬৩/২ উইকেটের পর বাবর আজম (Babar Azam) ৪৭ রানে এবং মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) ৫৩ রানে হাল ধরলেও শেষ পর্যন্ত টিকে থাকতে ব্যর্থ হন। যখন আর ১০১ রান বাকি তখন রিজওয়ান আউট হলে পাকিস্তান কিছুটা সমস্যায় পড়ে। তখন নওয়াজ তালাতের সঙ্গে পাক দলকে বিপদ থেকে উদ্ধার করেন। নওয়াজ শুরুতে সমস্যায় পড়লেও টিকে থাকেন এবং সাত বল বাকি থাকতেই জয় তুলে নেন। এছাড়া তালাত ৩৭ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। বল হাতে শামার জোসেফ (Shamar Joseph) ২ উইকেট নেন। দুই দলের মধ্যে দ্বিতীয় ওয়ানডে ১০ আগস্ট আয়োজিত হবে।