ধর্ষণের অভিযোগে গত সোমবারই গ্রেফতার হয়েছেন পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলি (Haider Ali)। গত সোমবার তাঁকে গ্রেফতারের পর পাকিস্তানি ক্রিকেট বোর্ডের তরফ থেকেও তাঁকে সাসপেন্ড করা হয়। গ্রেফাতারি পর তাঁর আইনজীবী জামিনের আবেদন করলে তা আপাতত মঞ্জুর হয়েছে। তবে দেশ ছাড়ার মেলেনি অনুমতি। ম্যাঞ্চেস্টার পুলিশের তরফে জানানো হয়েছে এখনই তাঁকে ছাড়া যাবে না। তদন্তের জন্য তাঁকে এখনও জিজ্ঞাসাবাদ করা হবে। জানা যাচ্ছে, গত ২৩ অগাস্ট ম্যাঞ্চেস্টারে থাকাকালীন ঘটনাটি ঘটিয়েছিলেন হায়দার আলি।

তদন্তকারীদের সহযোগীতার আশ্বাস

জানা যাচ্ছে, হায়দারের বিরুদ্ধে গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ তদন্ত করছে। বর্তমানে পাকিস্তান শাহিনসের (এ দল) ভরসাযোগ্য ব্যাটসম্যান বছর ২৪-এর হায়দার। ফলে তাঁর গ্রেফতারিতে বড়সড় সমস্যায় পড়তে চলেছে পাকিস্তান ক্রিকেট টিম। যদিও এই বিষয়ে কড়া অবস্থান নিয়েছে পিসিবি। বোর্ডের কর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই তদন্তপ্রক্রিয়ায় তদন্তকারী আধিকারিকদের সবরকমভাবে সহযোগীতা করা হবে।

নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে হায়দারকে

সেই সঙ্গে পাকিস্তানি বোর্ড হায়দারকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। তদন্তপ্রক্রিয়া যতদিন চলবে, ততদিন থাকবে এই নিষেধাজ্ঞা। যদিও সামনেই এশিয়া কাপ, ফলে সেই সময় এই তরুণ ক্রিকেটারকে স্কোয়াডের রাখার কথা ভাবছিল পিসিবি। তার আগেই হায়দারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠায় সেই চিন্তাভাবনা এখনও বিশ বাও জলে।