গত ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হয় আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের প্রথমে কোনও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। পরে সিদ্ধান্ত বদল করে আজ ওয়ানডে বিশ্বকাপের ১২তম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচ শুরু হওয়ার আগে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ঐতিহ্যবাহী উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, এই জমকালো অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছেন ভারতীয় সঙ্গীত জগতের বড় বড় তারকারা। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই সঙ্গীতানুষ্ঠানে শঙ্কর মহাদেবন (Shankar Mahadevan), সুখবিন্দর সিং (Sukhvinder Singh) এবং অরিজিৎ সিং (Arijit Singh)-এর মতো বিখ্যাত শিল্পীরা থাকবেন। তাদের সুরেই মঞ্চে আগুন জ্বলে উঠবে এবং স্টেডিয়ামের বৈদ্যুতিক পরিবেশ আরও উজ্জ্বল হবে বলে মনে করা হচ্ছে। ICC CWC 2023 Points Table: ফের শীর্ষে নিউজিল্যান্ড! মহারণের আগে কোথায় ভারত-পাকিস্তান? জানুন তালিকা
When it comes to the #GreatestRivalry, the biggest celebrities of the country are just as excited as all of us 🤩
Will #TeamIndia end #8KaWait? 💙🇮🇳
Tune-in to #INDvPAK in the #WorldCupOnStar
Today, 12:30 PM onwards | Star Sports Network#CWC23 #Cricket pic.twitter.com/lTYuQofB1w
— Star Sports (@StarSportsIndia) October 13, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম পাকিস্তানের প্রাক-সঙ্গীতানুষ্ঠান?
১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তানের প্রাক-সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে ভারত বনাম পাকিস্তানের প্রাক-সঙ্গীতানুষ্ঠান?
ভারত বনাম পাকিস্তানের প্রাক-সঙ্গীতানুষ্ঠান শুরু হবে ভারতীয় সময় দুপুর ১২ঃ৩০টেয় এবং বাংলাদেশ সময় দুপুর ১ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় ভারত বনাম পাকিস্তানের প্রাক-সঙ্গীতানুষ্ঠান দেখবেন
সরাসরি টিভিতে ভারত বনাম পাকিস্তানের প্রাক-সঙ্গীতানুষ্ঠান ভারত দেখবেন স্টার স্পোর্টসে এবং বাংলাদেশে দেখবেন গাজী টিভিতে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম পাকিস্তানের প্রাক-সঙ্গীতানুষ্ঠান
সরাসরি অনলাইনে ভারত বনাম পাকিস্তানের প্রাক-সঙ্গীতানুষ্ঠান দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে।