Chris Morris (Photo Credits: PTI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) নিলামের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় হলেন সাউথ-আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস (Chris Morris)। আজ নিলামে তাঁকে ১৬.২৫ কোটি টাকায় কিনেছে রাজস্থান রয়্যালস। আইপিএল ২০২০ মরশুমের পরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারকে ছেড়ে দেয়। এর আগে যুবরাজ সিং নিলামের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ক্রিকেটার ছিলেন। আইপিএল ২০১৫-তে দিল্লি ডেয়ারডেভিলস তাঁকে ১৬ কোটি টাকায় কিনেছিল। ভারতের প্রাক্তন অলরাউন্ডার প্যাট কামিন্স (১৫.৫ কোটি, ২০২০) এবং বেন স্টোকসের (১৪.৫ কোটি, ২০১৭) আগে ছিলেন।

ক্রিস মরিস ৭০টি আইপিএল ম্যাচ খেলেছেন। ৮০টি উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৫৫১ রান। অন্যদিকে, গ্লেন ম্যাক্সওয়েল আবারও নিলামে বেশ বড় দর পেয়েছেন। ১৪.২৫ কোটিতে তাঁকেও কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি চেন্নাই সুপার কিংসের কাছে গেছেন ৭ কোটিতে। ম্যাক্সওয়েল এবং মইন উভয়েরই বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। আরও পড়ুন: IPL Auction 2021 Live Updates: ৩.২ কোটিতে শাকিব অল হাসানকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স

রাজস্থান রয়্যালসের ছেড়ে দেওয়া অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথকে দিল্লি ক্যাপিটালস ২.২০ কোটি টাকায় কিনেছে। ১.৫ কোটিতে পাঞ্জাব কিংসে দাউদ মালান