আজ ২৮ মে আইপিএলের ষোড়শ আসরের ফাইনাল ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও গুজরাত টাইটান্স (Gujarat Titans)। প্রায় দু'মাস পর আইপিএল ট্রফির লড়াইয়ে নামছে চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স। শুরুটা ধীর হলেও এবারের আসরে চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স বেশ ভালো। রুতুরাজ গায়কোয়াড়, মাথিশা পাথিরানাদের মতো তারকারা তাদের পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে, গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটানস এখনও পর্যন্ত ফর্ম হারায়নি। শুভমন গিল গুজরাতের হয়ে দুর্দান্ত খেলেছেন। তাঁর শতকের প্রিয় মাঠ হল আহমেদাবাদ। এছাড়া গুজরাতের বোলিং আক্রমণে রয়েছেন মহম্মদ শামি এবং রাশিদ খান। আহমেদাবাদে চলতি মরসুমে প্রথম ইনিংসের গড় স্কোর ১৯৩, যা ফাইনালের আগে দুর্দান্ত ব্যাটিং ট্র্যাকের ইঙ্গিত দিচ্ছে। আগের ম্যাচে ১২ উইকেটের মধ্যে ৯ উইকেট শিকার পেসারদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। চলতি মরসুমে আট ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচেই প্রথমে ব্যাট করে জয় পেয়েছে দল।
It all comes down to this. Are you ready, Superfans?#IPL2023 #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/cyUyHuDSf1
— Chennai Super Kings (@ChennaiIPL) May 28, 2023
কবে, কোথায় আয়োজিত হবে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স, আইপিএল ফাইনাল ম্যাচ?
২৮ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) আইপিএল ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স।
কখন থেকে শুরু হবে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স, আইপিএল ফাইনাল ম্যাচ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স, আইপিএল ফাইনাল ম্যাচ
সরাসরি টিভিতে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স, আইপিএল ফাইনাল ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স, আইপিএল ফাইনাল ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।