আগামী রবিবার আহমেদাবাদে আয়োজিত হবে ২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। ভারত এবং অস্ট্রেলিয়া, ক্রিকেট বিশ্বের সেরা দুটি দল মুখোমুখি হবে শিরোপার লড়াইয়ে। এই ম্যাচ দেখতে সারা দেশ, বিদেশ থেকে হাজির হবে প্রায় লক্ষাধিক মানুষ। এমনিতেও আহমেদাবাদে হোটেল ভাড়া ছুঁয়ে গেছে ১ লক্ষ আবার বিমান ভাড়াও চলে গিয়েছে সাধারণের বাইরে। এই সময় বিশ্বকাপ ফাইনাল দেখার সুবিধার জন্য সেন্ট্রাল রেলওয়ে বিশেষ ভাড়ায় মুম্বাই ও আহমেদাবাদের মধ্যে বিশেষ সুপারফাস্ট ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আসন সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার। কিন্তু ভারতের ফাইনাল ম্যাচের জন্য এই বিশাল স্টেডিয়ামের প্রতিটি আসনেই দেশের সব জায়গা থেকে ভক্তরা যাতায়াত করবেন বলে মনে করা হচ্ছে। এই স্পেশাল ট্রেনগুলির মধ্যে একটি হল CSMT-আহমেদাবাদ স্পেশাল ট্রেন (ট্রেন নং 01153)। এই ট্রেনটি মুম্বই থেকে ছাড়বে ১৮ নভেম্বর শনিবার রাত সাড়ে ১০ টায় এবং পরের দিন ভোর ৬টা বেজে ৪০ মিনিটে আহমেদাবাদ পৌঁছবে। ICC ODI World Cup 2023: বিশ্বকাপ ফাইনালের আগে 'এয়ার শো' ভারতীয় বায়ুসেনার সূর্যকিরণ দলের
CR will run a Cricket World Cup special train from CSMT to Ahmedabad and back-
A) 01153 CSMT- Ahmedabad special express-
CSMT departure- 22.30 hrs, 18/11/23
Ahmedabad- 06.40 hrs, 19/11/23
B) 01154 Ahmedabad-CSMT special express-
Ahmedabad departure- 01.45 hrs, 20/11/23
CSMT… pic.twitter.com/KH4GhbqNIF
— Central Railway (@Central_Railway) November 17, 2023
অপরটি হল আহমেদাবাদ-CSMT স্পেশাল ট্রেন (ট্রেন নং 01154)। ম্যাচ শেষে ২০ নভেম্বর রবিবার রাত ১টা বেজে ৪৫ মিনিটে আহমেদাবাদ থেকে ছাড়বে ট্রেনটি আর ওই দিনই ১০টা ৩৫মিনিটে মুম্বই সেন্ট্রাল পৌঁছবে বিশেষ ট্রেনটি। এই বিশেষ ট্রেনগুলিতে এসি-2 টায়ার এবং এসি-3 টায়ার সহ স্লিপার ক্লাস এবং জেনারেল সেকেন্ড ক্লাস কোচ থাকবে। দাদর (Dadar), পালঘর (Palghar), ভাপি (Vapi), সুরাত (Surat), বোরিভালি (Borivali), ভালসাদ (Valsad), নভসারি (Navsari) এবং ভদোদরা (Vadodara) স্টেশনে এই ট্রেন দুটি থামবে। এছাড়া দু'টি বিশেষ ট্রেনের টিকিট বুকিং এখনই জানানো হয়নি তবে বাকী তথ্যের রেলওয়ের ওয়েবসাইট (www.enquiry.indianrail.gov.in.) থেকে পাওয়া যাবে।