আহমেদাবাদ: বৃহস্পতিবার এক আধিকারিক জানিয়েছেন, ১৯ নভেম্বর আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে 'এয়ার শো' করবে ভারতীয় বায়ুসেনার সূর্যকিরণ অ্যারোব্যাটিক দল। গুজরাতের ডিফেন্স পিআরও ঘোষণা করেন, মোতেরা এলাকার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচ শুরুর আগে দশ মিনিট ধরে সূর্যকিরণ অ্যারোব্যাটিক টিম মানুষকে মন্ত্রমুগ্ধ করবে। ভারতীয় বিমানবাহিনীর সূর্যকিরণ অ্যারোবেটিক দলে সাধারণত নয়টি বিমান থাকে এবং এটি সারা দেশে অসংখ্য এয়ার শো প্রদর্শন করেছে। এর প্রদর্শনের বৈশিষ্ট্য হল বিজয় গঠনে লুপ কৌশল, ব্যারেল রোল কৌশল এবং আকাশে বিভিন্ন আকৃতির গঠন। আগামী শুক্র ও শনিবার এই এয়ার শোয়ের রিহার্সাল হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন পিআরও। আজ থেকে দেখা গিয়েছে সেই প্রস্তুতির ঝলক। বুধবার নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যেই ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল অস্ট্রেলিয়া অষ্টমবার ফাইনাল খেলতে ভারতের বিপক্ষে মাঠে নামবে। CWC 2023 Final Ahmedabad: উন্মাদনার মাঝে 'ঝোপ বুঝে কোপ', আমেদাবাদে হোটেলের এক রাতের ভাড়া দেড় লক্ষ টাকা!
Air show preparation at Narendra Modi Stadium ahead of the World Cup final. 🇮🇳 🏆pic.twitter.com/5vTHkDS580
— Johns. (@CricCrazyJohns) November 17, 2023
Rehersal going on for the air show at the Narendra Modi Stadium.pic.twitter.com/skODyxcZ43— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 17, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)