
Boundary Catch, Cricket New Rule: এরপর থেকে দুজন মিলে নেওয়া অসাধারণ বাউন্ডারি ক্যাচ আর দেখা যাবে না। কারণ, এমসিসির আপডেটেড নিয়মে এই ক্যাচ আর বৈধ থাকবে। ESPNcricinfo-এর রিপোর্ট বলছে এই নিয়ম এই মাসের শেষের দিকে কার্যকর হবে। মানে এই মাসে আইসিসির খেলাতে এই নিয়ম চালু হবে এবং অক্টোবর ২০২৬ সালে এমসিসির আইনের অংশ হবে। আপডেটেড নিয়ম অনুসারে, একজন ফিল্ডার যিনি শূন্যে উড়ে ক্যাচ নেওয়ার চেষ্টা করছেন তিনি বাউন্ডারির বাইরে একবারের জন্য বলটি স্পর্শ করতে পারবেন এবং ক্যাচটি সঠিকভাবে ধরতে তাকেই আবার মাঠের মধ্যে ফিরে আসতে হবে। বাউন্ডারির বাইরে থেকে সেই বলটিকে দ্বিতীয় বার তিনি হাত দিতে পারবেন না কিংবা অন্য কারও দিকে ক্যাচের জন্য ছুঁড়ে দিতে পারবেন না। নতুন নিয়মে এই সব কেরামতি এখন আর বৈধ থাকবে না। LA Olympics 2028 Cricket Rule: ক্রিকেট বিশ্বের কোন ছয় দল অংশ নিতে পারবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে? দেখা যাবে কি ভারত বনাম পাকিস্তান?
ব্যান হয়ে যাবে বাউন্ডারির ক্যাচ
MCC changes law to make boundary catching with 'bunny hops' illegal
Read more 🔗 https://t.co/kUpMIwZSCI pic.twitter.com/r6UWttteuC
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 13, 2025
কেন এই নিয়ম?
এরপর থেকে রিলে ক্যাচের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যিনি বাউন্ডারি বাইরের বল ছুঁয়েছেন, তাঁকে মাঠের ভেতরে ফিরে আসতে হবে। আগে যেমন বাউন্ডারিতে পা পড়ে যাওয়ার ভয়ে অন্য ফিল্ডারের হাতে বল ছুঁড়ে দেওয়া হত সেই নিয়ম বাতিল করা হচ্ছে। ২০১০ সালের আগে যদি কোন ফিল্ডার বল ধরে এবং বাউন্ডারির বাইরে চলে যেত, তাহলে বল ধরার আগে তাঁকে আবার বাউন্ডারির ভেতরে আসতে হত। কিন্তু এরপর দেখা গেছে ফিল্ডার বাউন্ডারির বাইরে গিয়ে বল ভেতরে ছুঁড়ে দিচ্ছেন কিন্তু নিজে ভেতরে আসছেন না, যা নানা বিতর্কের জন্ম দেয়। তাই সমাধান হিসেবে, এমসিসি বলেছে যে ক্যাচ নেওয়া ফিল্ডারকে লাফ দিয়ে পুরো ক্যাচ শেষ করতে হবে। একের বেশী ক্রিকেটার মিলে ক্যাচ নিতে পারবেন না।