Virat Achievement Photo Credit: Twitter@BCCI

বিরাট কোহলির ৩৫তম জন্মদিনে তাঁকে সোনার ব্যাট উপহার দেওয়ার পরিকল্পনা করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। আজ ৫ নভেম্বর কোহলির জন্মদিনে কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কোহলির জন্মদিনকে জমকালো কায়দায় উদযাপন করার স্বপ্ন দেখছে। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর নির্দেশে তাদের আশা-আকাঙ্ক্ষা কিছুটা কম হয়ে যায়। নাছোড়বান্দা সিএবি ঠিক করেছে কোহলিকে সোনার ব্যাট উপহার দেবে। India Today-এর খবর অনুসারে সিএবির পক্ষ থেকে ৭০,০০০ কোহলির মুখোশ দর্শকদের মধ্যে বিতরণ এবং আতসবাজি শো আয়োজনের পরিকল্পনাও করা হয়েছিল। দুর্ভাগ্যবশত, প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়নি। কোহলির জন্মদিন উদযাপনে বিসিসিআইয়ের স্বার্থের সংঘাত রয়েছে বলে মনে করা হচ্ছে। Happy Birthday Virat Kohli: বিরাটের জন্মদিনে কি বললেন কোচ এবং বাকী সতীর্থরা (দেখুন ভিডিও)

স্পনসর নিয়োগের বিষয়টি বিবেচনার কারণে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইভেন্টের অনুমোদন দিতে দ্বিধাবোধ করছে। তবে সাধারণ লাইট অ্যান্ড সাউন্ড শো দর্শকদের জন্য থাকছেই। ইডেন গার্ডেন্সে ম্যাচের শুরুতেই ভারতীয় প্রধান কোচ রাহুল দ্রাবিড় ঘণ্টা বাজাবেন বলে জানা গিয়েছে। ম্যাচের আগের দিন ইডেন গার্ডেনসে গিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, তাঁর বড় ভাই তথা সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। দ্রাবিড়ের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁদের। আইকনিক ক্রিকেট মাঠে নবনির্মিত ড্রেসিংরুম ও ক্লাবহাউস দেখে মুগ্ধ হন দ্রাবিড়।