Chittagong Kings vs Sylhet Strikers (Photo Credit: @SightScreenCJ/ X)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪-২৫ (BPL 2024-25) এর ২৭ তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের সাথে ঢাকা ক্যাপিটালস (Dhaka Capitals Vs  Sylhet Strikers) মুখোমুখি হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ২০ জানুয়ারি, শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২.৩০ মিনিটে ও ভারতীয় সময় ১টা সময়।

সিলেট স্ট্রাইকার্স স্কোয়াডঃ রনি তালুকদার, পল স্টার্লিং, জাকির হাসান, জর্জ মুন্সে (উইকেটরক্ষক), অ্যারন জোনস, জাকের আলী, আরিফুল হক (অধিনায়ক), তানজিম হাসান সাকিব, নাহিদুল ইসলাম, নিহাদুজ্জমান, রুয়েল মিয়া, সামিউল্লাহ শিনওয়ারি, আল-আমিন হোসেন, রিস টপলি, রাহকিম কর্নওয়াল।

ঢাকা ক্যাপিটালস স্কোয়াডঃ তানজিদ হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, থিসারা পেরেরা (অধিনায়ক), রিয়াজ হাসান, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ, ফারমানুল্লাহ সাফি, মুকিদুল ইসলাম, মুস্তাফিজ রহমান, আমির হামজা, জনসন চার্লস, আলাউদ্দিন বাবু, নজমুল ইসলাম, চতুরঙ্গ ডি সিলভা, আসিফ হাসান, মেহেদী হাসান রানা, শুভম রঞ্জন, স্টিফেন এসকিনাজি, জহুর খান, শাহাদাত হোসেন দীপু, শাহনওয়াজ দাহানি, হাবিবুর রহমান সোহান।

কবে, কোথায় আয়োজিত হবে সিলেট স্ট্রাইকার্স বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ?

২০ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram) আয়োজিত হবে সিলেট স্ট্রাইকার্স বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন সিলেট স্ট্রাইকার্স বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ?

সিলেট স্ট্রাইকার্স বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না। বাংলাদেশে টিভিতে দেখা যাবে জিটিভিতে (GTV)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেনসিলেট স্ট্রাইকার্স বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ?

সিলেট স্ট্রাইকার্স বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে ফ্যানকোড (FanCode) অ্যাপে। বাংলাদেশে দেখা যাবে টি-স্পোর্টসে (T-sports)।