Virat Kohli in WACA (Photo Credit: Fox Cricket/ X)

বৃহস্পতিবার তারকা ব্যাটার বিরাট কোহলির (Virat Kohli) চোটের জন্য স্ক্যান করানো হয়েছে। সিডনি মর্নিং হেরাল্ডের খবর অনুসারে এরপরও কোহলিকে ম্যাচ সিমুলেশনে খেলতে দেখা যায়। জানা গিয়েছে আউট হওয়ার আগে তিনি ১৫ রান করেন। স্ক্যানের জন্য গেলেও বিরাট কোহলিকে নিয়ে এখন আর কোনও চিন্তা নেই। কোহলি ইদানীং বড় রানের জন্য লড়াই করছেন এবং তার শেষ টেস্ট সেঞ্চুরিটি ছিল ২০২৩ সালের জুলাইয়ে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এরপর থেকে ১৪ টেস্ট ইনিংসে মাত্র দুটি অর্ধশতরান করেছেন ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান। শেষ ৬০ ইনিংসে কোহলির গড় ৩১.৬৮, এসেছে মাত্র দুটো সেঞ্চুরি। ২০২৪ সালে ছয় টেস্টে তার গড় মাত্র ২২.৭২। তবে, কোহলি অতীতে অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিজের সেরাটা দেখিয়েছেন। ২০১২-১৩ থেকে শুরু করে অস্ট্রেলিয়ায় চারটি সফরে ৫৪ এর বেশি গড় রয়েছে বিরাটের। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলির ছন্দ ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী। Border Gavaskar Trophy 2024-25: বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের জয় নিশ্চিত করতে আনা হোক সচিন তেন্ডুলকরকে, পরামর্শ প্রাক্তন ক্রিকেটারের

নেটে ব্যাটিং করছেন বিরাট কোহলি

এছাড়া শুক্রবার পার্থে ওয়াকার মাঠে ভারতের প্রস্তুতি ম্যাচ চলাকালীন কেএল রাহুল (KL Rahul) ডান কনুইয়ে আঘাত পেয়েছেন। এরপর তিনি স্ক্যানের জন্য মাঠ ছাড়েন যা ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে উদ্বেগ বাড়িয়েছে। বিসিসিআইয়ের এক সূত্র পিটিআইকে জানিয়েছেন, পেসার প্রসিদ্ধ কৃষ্ণার ডেলিভারি কেএলের কনুইয়ে আঘাত করার আগে তিনি ২৯ রান করেন। এরপর এই ব্যাটারকে দলের ফিজিওর সাথে পরামর্শ করতে দেখা যায় এবং তিনি মাঠ ছেড়ে চলে যান। অধিনায়ক রোহিত শর্মা পাঁচ ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজের প্রথম টেস্টে খেলতে না পারলে সেই ইনিংস ওপেন করতে পারেন ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান। গত মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু ম্যাচের পরে তাকে আর প্লেয়িং ইলেভেনে রাখা হয়নি। এখন কেএলের কাছে সুযোগ রয়েছে টেস্টে ফের ঘুরে দাঁড়ানোর। প্রসঙ্গত, কেএল রাহুলের শেষ টেস্ট সেঞ্চুরি এসেছিল ২০২৩ সালের ডিসেম্বরে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তার পর থেকে নয় ইনিংসে মাত্র দুটি অর্ধশতরান করেছেন তিনি।