Ayush Mhatre (Photo Credit: BCCI Domestic/ X)

Ayush Mhatre, IPL 2025: সম্প্রতি বিভিন্ন রিপোর্ট অনুসারে, চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) চলতি আইপিএল ২০২৫ (IPL 2025)-এ মিড-সিজন ট্রায়ালের জন্য তরুণ তারকা আয়ুশ মহাত্রেকে (Ayush Mhatre) ডেকেছিল। ১৭ বছর বয়সী মুম্বইয়ের এই ক্রিকেটার ২০২৪ সালে ঘরোয়া সার্কিটে যোগ দিয়েছেন। শীঘ্রই রঞ্জি ট্রফি (Ranji Trophy) এবং বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) তার অসাধারণ পারফরম্যান্স দিয়ে সবার নজর কেড়েছেন। মহাত্রের সেই দক্ষতা সিএসকে (CSK) স্কাউটদের নজর এড়ায়নি সেটা এখন নিশ্চিত হওয়া গেল। মহাত্রে কিন্তু এর আগে সিএসকে ট্রায়ালের অংশ ছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত আইপিএল ২০২৫ মেগা নিলামে তাঁকে কোনও দল কিনতে আগ্রহ দেখায়নি। তবে সিএসকের এমডি তথা সিইও কাশী বিশ্বনাথন টাইমস অফ ইন্ডিয়াকে নিশ্চিত করেছেন যে তাকে ট্রায়ালের জন্য ডাকা হয়েছে এবং সে তাদের ট্যালেন্ট স্কাউটদের মুগ্ধ করেছে। Yashasvi Jaiswal: মুম্বই ছাড়ছেন যশস্বী! এবার অর্জুন তেন্ডুলকরের সঙ্গে রঞ্জি খেলবেন তরুণ ওপেনার, সামনে এল নয়া রিপোর্ট

বিজয় হাজারে ট্রফিতে নাগাল্যান্ডের বিরুদ্ধে মুম্বইয়ের আয়ুষ মহাত্রের ১৮১ রানের রেকর্ড ব্রেকিং ইনিংস

সিএসকে ইতিমধ্যেই আইপিএল ২০২৫-এ টপ অর্ডার নিয়ে বেশ সমস্যায় রয়েছেন। যদিও এই দলের তিন নম্বরে খেলেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) নিজে। ওপেনার হিসেবে রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) এবং রাহুল ত্রিপাঠি (Rahul Tripathi) এখনও পর্যন্ত জুটি হিসাবে নিজেদের অবদান রাখতে ব্যর্থ হয়েছেন। তাই ব্যাটিং অর্ডারে ডেভন কনওয়েকে (Devon Conway) নেওয়ার দাবিও তুলছে ফ্যানরা। তিন ম্যাচে একটি জয় ও দুটি পরাজয় নিয়ে সিএসকে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে। দলকে অন্তত প্লেঅফ অবধি নিয়ে যেতে মহাত্রেকে দলে নেওয়া হতে পারে বলে রিপোর্ট বোঝাতে চাইছে। তবে সিএসকে স্পষ্ট করে দিয়েছে যে তারা চলতি মরসুমের মহাত্রেকে তাদের স্কোয়াডে নাও নিতে পারে।

এছাড়া আইপিএলের নিয়ম অনুযায়ী, চোট না পেলে বা মূল স্কোয়াডে না থাকলে মরসুম শুরুর পর কোনও ফ্র্যাঞ্চাইজি নতুন কোনও খেলোয়াড়কে সই করাতে পারবে না। ২০২৪-২৫ বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন আয়ুষ মহাত্রে। তিনি ২০২৪ ইরানি ট্রফিতে মুম্বইয়ের হয়ে অভিষেক করেন এবং সবার নজর কেড়ে রঞ্জি ট্রফির প্লেয়িং ইলেভেনে জায়গা অর্জন করেন। বিজয় হাজারে ট্রফিতে দুটি সেঞ্চুরি ও একটি অর্ধশতরানের পাশাপাশি রঞ্জি ট্রফিতে দুটি সেঞ্চুরি প্রমাণ করে তাঁর অবিশ্বাস্য ধারাবাহিকতা। লিস্ট এ ক্রিকেটে মহাত্রের এই বয়সেই গড় বর্তমানে ৬৫-এর বেশি।