Photo Credits: Facebook

চোট সারিয়ে ইংল্যান্ডের টেস্ট দলে ফিরলেন অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। মঙ্গলবার মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন স্টোকস। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বার্মিংহোম টেস্টে গত জুলাইয়ে দেশের হয়ে শেষবার খেলেছিলেন স্টোকস। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে এরপর থেকে তিনি দেশের হয়ে চারটে টেস্ট খেলতে পারেননি। স্টোকসের অনুপস্থিতিতে মুলতানে প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন ওলি পোপ।

স্টোকসের পাশাপাশি কাল ইংল্যান্ডের হয়ে খেলতে দেখা যাবে পেসার ম্যাথু পটস-কে। স্টোকস ও পটস ফেরায় প্রথম একাদশ থেকে বাদ পড়লেন ক্রিস ওকস এবং গাস অ্যাটকিনসন। কাল, মঙ্গলবার থেকে মুলতানে শুরু হওয়া পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জিতলেই সিরিজ পকেটে পুড়বেন স্টোকস-রা। ২০২২ সালে পাকিস্তানে এসে ৩-০ টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড।

এদিকে, দ্বিতীয় টেস্টে পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি-র মত তারকা ক্রিকেটাররা। ০-১ পিছিয়ে থাকা, দেশের মাটিতে টেস্টে জিততে ভুল যাওয়া শান মাসুদের দলের সামনে মুলতানেংর ইংল্যান্ডের চ্যালেঞ্জ 'মিশন ইমপসিবল' দেখাচ্ছে।

মুলতানে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের একাদশ

বেন স্টোকস (অধিনায়ক), ওলি পোপ, জ্যাক ক্রাউলি, জো রুট, বেন ডাকেট, হ্যারি ব্রুক, জ্যামি স্মিথ (উইকেটকিপার), ব্র্যাইডন কারসে, জ্যাক লিচ, শোয়েব বাশির, ম্যাথু পটস।