Ben Duckett (Photo Credit: England Cricket/ X)

England National Cricket Team vs West Indies National Cricket Team, 3rd T20I Scorecard: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ ২০২৫ (T20I 2025)-এর তৃতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। গতকাল, ১০ জুন ENG বনাম WI-এর শেষ ম্যাচ আয়োজিত হয় সাউথ্যাম্পটনের দ্য রোজ বোলে (The Rose Bowl, Southampton)। বেন ডাকেটের (Ben Duckett) মাত্র ৪৬ বলে ৮৪ রানের বিস্ফোরক ইনিংস ইংল্যান্ডকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৭ রানের জয় এনে দেয়। ইংল্যান্ডের এই ওপেনারের ইনিংসে ছিল ১০টি চার ও ২টি ছক্কা, যার সাহায্যে ইংল্যান্ড প্রথম ২০ ওভারে ২৪৮/৩ রান স্কোর করে সাউথহ্যাম্পটনে। এরপর রোভম্যান পাওয়েলের (Rovman Powell) অপরাজিত ৭৯ রান করলেও উইন্ডিজরা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় ফলে তাদের ইনিংস শেষ হয়ে যায় ২১১/৮ স্কোরে। এটি ইংল্যান্ডের নতুন সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক (Harry Brook)-এর টানা ষষ্ঠ জয়। Nicholas Pooran Said Goodbye To International Cricket: মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিকোলাস পুরান, সোশ্যাল মিডিয়ায় করলেন অবসরের ঘোষণা

ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, তৃতীয় টি২০ ম্যাচ

ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করার পর, ইংল্যান্ড টি২০ সিরিজেও তাদের ব্যাটিং দক্ষতা দেখিয়েছে। ডাকেটের সঙ্গে ওপেন করতে নামা জেমি স্মিথ (Jamie Smith) গতকাল, ২৬ বলে ৬০ রান করেন। তার ইনিংসে ছিল চারটি বাউন্ডারি এবং পাঁচটি ছক্কা। এই জুটি ৮.৫ ওভারে প্রথম উইকেটের জন্য ১২০ রানের পার্টনারশিপ গড়ে। ব্রুক ৩৫ রানে অপরাজিত ছিলেন, এবং জ্যাকব বেথেল (Jacob Bethell) মাত্র ১৬ বল থেকে ৩৬ রান করেন। বেথলে গুদকেশ মোতির (Gudakesh Motie) বিরুদ্ধে তিনটি পর পর ছক্কা মেরে ইংল্যান্ডের ঘরের রেকর্ড টি২০ স্কোরের সমান স্কোরে দলকে নিয়ে যান। এরপর পেস বোলার লুক উড (Luke Wood) তার চার ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ (Shai Hope) ৪৫ রানে ইনিংস খেলে ব্রাইডন কার্সের (Brydon Carse) বলে আউট হন।

ইংল্যান্ডের রেকর্ড রান স্কোর