মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪ তারিখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ২০২৪-২৫ সালের টিম ইন্ডিয়ার আসন্ন হোম মরসুমের জন্য নয়া সূচি ঘোষণা করেছে। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টি-টোয়েন্টি, প্রাথমিকভাবে ২০২৪ সালের ৬ অক্টোবর ধর্মশালায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, এখন হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ড্রেসিংরুমে আপগ্রেড ও সংস্কারের কাজের কারণে এটি গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে। গোয়ালিয়রের এই ম্যাচটি শহরের নতুন স্টেডিয়াম শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে, ২০১০ সালে ঐতিহাসিক ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ম্যাচের পর প্রথম এখানে ম্যাচ আয়োজিত হবে। প্রসঙ্গত, এই মাঠেই কিংবদন্তি সচিন তেন্ডুলকর ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করা প্রথম পুরুষ ক্রিকেটার হন। Bangladesh Vs Pakistan Test Series: দেশজুড়ে অস্থিরতার মাঝেই নাজমুল হাসান শান্তর নেতৃত্বে পাকিস্তান উড়ে গেল বাংলাদেশ দল
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টির ভেন্যু অদল-বদলের ঘোষণা করেছে বোর্ড। চেন্নাইয়ে এখন প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং কলকাতায় দ্বিতীয় টি-টোয়েন্টির পরিবর্তে উদ্বোধনী টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। প্রথম টি-টোয়েন্টি (২২ জানুয়ারি ২০২৫) এবং দ্বিতীয় টি-টোয়েন্টির (২৫ জানুয়ারি ২০২৫) তারিখ কিন্তু একই থাকছে। প্রজাতন্ত্র দিবসের পূর্ববর্তী প্রতিশ্রুতি এবং বাধ্যবাধকতার বিষয়ে কলকাতা পুলিশের অনুরোধের পরে ভেন্যু পরিবর্তনের ব্যবস্থা করে বিসিসিআই।
ভারত বনাম বাংলাদেশের নয়া সূচি
প্রথম টেস্ট: ১৯ সেপ্টেম্বর-২৩ সেপ্টেম্বর, চেন্নাই
দ্বিতীয় টেস্ট: ২৭ সেপ্টেম্বর-১ অক্টোবর, কানপুর
প্রথম টি-টোয়েন্টি: ৬ অক্টোবর, গোয়ালিয়র*
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৯ অক্টোবর, দিল্লি
তৃতীয় টি-টোয়েন্টি: ১২ অক্টোবর, হায়দরাবাদ
ইংল্যান্ড বনাম ভারতের নয়া সূচি
প্রথম টি-টোয়েন্টি: ২২ জানুয়ারি ২০২৫, কলকাতা*
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৫ জানুয়ারি ২০২৫, চেন্নাই*
তৃতীয় টি-টোয়েন্টি: ২৮ জানুয়ারি ২০২৫, রাজকোট
চতুর্থ টি-টোয়েন্টি: ৩১ জানুয়ারি ২০২৫, পুনে
পঞ্চম টি-টোয়েন্টি: ২ ফেব্রুয়ারি ২০২৫, মুম্বই
প্রথম ওয়ানডে: ৬ ফেব্রুয়ারি ২০২৫, নাগপুর
দ্বিতীয় ওয়ানডে: ৯ ফেব্রুয়ারি ২০২৫, কটক
তৃতীয় ওয়ানডে: ১২ ফেব্রুয়ারি ২০২৫, আহমেদাবাদ
* যে যে ম্যাচের সূচি বিসিসিআই পরিবর্তন করেছে