কলকাতা, ১৯ মার্চ: করোনাভাইরাসের (Coronavirus Outbreak) জেরে ঘর থেকে বেরোনো নিষেধ! ঘর থেকে কাজ করার নির্দেশ আসছে একের পর এক সংস্থার তরফ। কেন্দ্র এবং প্রতিটি রাজ্যের সরকার সাধারণ মানুষের কাছে একটিই আর্জি জানাচ্ছেন, 'খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোবেন না।' তাই আপাতত নিজেকে সুরক্ষিত রাখতে ঘরবন্দি সকলেই। এহেন পরিস্থিতিতে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। সেই ছবিতেই নিজের ছুটি কাটানোর অভিজ্ঞতা শেয়ার করলেন সৌরভ। আরও পড়ুন: Mumbai Dabbawala: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে বন্ধ হল ডাব্বাওয়ালা পরিষেবা
আইপিএল ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত। দাদাগিরি গ্র্যান্ড ফিনালে ২০ মার্চ হওয়ার কথা ছিল। কিন্তু সংক্রমণ রুখতে আপাতত সবই স্থগিত। এদিকে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ছুটি কাটাননি সৌরভ। খেলা সংক্রান্ত কোনও না কোনও কাজে সবসময়ই নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। আর সম্প্রতি বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর আরও ব্যস্ততা আরও বেড়েছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের জেরে 'দাদা'-ও আপাতত ঘরবন্দি। বিকেলে বাড়ির লাউঞ্জে বসে ছবি তুললেন তিনি। ক্যাপশনে লিখলেন, 'করোনাভাইরাসের আতঙ্কের মাঝেই বিকেল ৫ টার সময় লাউঞ্জে বসে রয়েছি। একদম ফ্রি। কোনও কাজ নেই। আমি মনে করতে পারছি না, শেষ কবে এভাবে ছুটি পেয়েছিলাম।'
এপ্রিল মাসের প্রথমেই শুরু হওয়ার কথা ছিল IPL। সেটি পিছিয়ে দেওয়া হয়েছে ১৫ এপ্রিল পর্যন্ত। আইপিএল পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বাতিল হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজও। বন্ধ করে দেওয়া হয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সদর দফতর।