(Photo Credits: ANI)

মুম্বই, ১৯ মার্চ: করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে মহারাষ্ট্রে (Maharashtra)। খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোনোর উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। করোনার (Coronavirus) কোপে নিজেদের কাজও আপাতত স্থগিত রাখছেন বিশ্বখ্যাত মুম্বইয়ের 'ডাব্বাওয়ালা'-রা। ৩১ মার্চ পর্যন্ত আপাতত টিফিন পরিষেবা (Mumbai Dabbawalas) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বৃহস্পতিবার নতুন করে দুই মহিলার শরীরে মিলেছে করোনার সংক্রমণ। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৪৮-এ। এদের মধ্যে রয়েছেন ৩ জন বিদেশি নাগরিক। যাদের মধ্যে এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর মিলেছে।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ১৭৪। সব রাজ্যের নিরিখে রেকর্ড গড়েছে মহারাষ্ট্র। এরাজ্যেই সবথেকে বেশি রয়েছে করোনা আক্রান্তকারীর সংখ্যা। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে বন্ধ রয়েছে স্কুল-কলেজ-থিয়েটার-জিম-সুইমিং পুল। জনসমাবেশেই বাড়তে পারে করোনার সংক্রমণ। সেই কারণে বারবার ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন উদ্ধব ঠাকরে সরকার। আরও পড়ুন: Coronavirus Outbreak in India: কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে ৩১ মার্চ পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখতে নির্দেশ দিল UGC 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, 'করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি আমরা সবাই। সুরক্ষিত থাকার জন্য সকলেই নিন প্রয়োজনীয় পদক্ষেপ। অহেতুক এদিক ওদিক কোথাও ঘুরতে যাবেন না। এই পরিস্থিতি শুধু সংকটপূর্ণ নয়। যথেষ্ট ভয়েরও।'