কলকাতা, ২ জানুয়ারি: আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (BCCI President Sourav Ganguly)। তাঁকে উডল্যান্ডস হাসপাতালে (Woodland Hospital) নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, জিম করার সময় মাথা ঘুরে পড়ে যান সৌরভ। তাঁর ব্ল্যাক আউট হয়ে যায়। এরপরই তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।
ইসিজি-র পর দেখা যায় মৃদু কার্ডিয়াক হয়েছে মহারাজের। হাসপাতাল সূত্রে জানা গেছে, ট্রপোনিন টি টেস্ট হবে সৌরভের। এই মুহূর্তে হাসপাতালের এর্মাজেন্সিতে তাঁকে দেখছেন চিকিৎসরা। আপাতত ঠিক আছেন সৌরভ। চিকিৎসক সরোজ মণ্ডলের নেতৃত্বে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সিসিইউতে স্থানান্তর করা হয়েছে সৌরভকে। সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি প্রক্রিয়া শুরু, স্টেন্ট বসানো হচ্ছে।
সূত্র মারফত জানা যাচ্ছে, গতকাল রাতেই কিছুটা অসুস্থ বোধ করছিলেন সৌরভ। আজ সকালে জিম করার সময় অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিয়ে আসা হয় হাসপাতালে। সৌরভের অসুস্থতার খবর পেয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়।