একদিনের বিশ্বকাপের আগে পাঁচ দফা বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমেদাবাদে বিশেষ সাধারণ সভা ডেকেছে বিসিসিআই। সেখানে এসিসি প্রধান তথা বিসিসিআই সচিব জয় শাহের নেতৃত্বে এই বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সংবাদ সংস্থা পিটিআইয়ের সূত্র থেকে জানা গিয়েছে, এসজিএমে যে পাঁচ দফা বিষয় নিয়ে আলোচনা হবে, তার মধ্যে রয়েছে অবকাঠামো উন্নয়ন, ফিজিওথেরাপিস্ট এবং ট্রেনার নিয়োগের জন্য নির্দেশিকা, ২০২৩ আইসিসি বিশ্বকাপের জন্য ওয়ার্কিং গ্রুপ গঠন, মহিলা প্রিমিয়ার লীগের কমিটি গঠন ও যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালা অনুমোদন। এখনও ভারতের পাকিস্তান আয়োজিত এশিয়া কাপে খেলা নিয়ে গুঞ্জন চলছে। তারই মধ্যে সংবাদ সংস্থা এনআই-কে সূত্র জানিয়েছে, ২০২৩ এশিয়া কাপের জন্য পিসিবি-র হাইব্রিড মডেলে রাজি নয় বিসিসিআই। ২৮ মে আইপিএল ফাইনালের পরই এশিয়া কাপের সিদ্ধান্ত নেওয়া হবে।
BCCI denies claims of agreeing to PCB's (Pakistan Cricket Board's) hybrid model for Asia Cup 2023. The decision of Asia Cup will be taken after the IPL final on May 28: Sources
— ANI (@ANI) May 27, 2023
আইপিএল ফাইনালের পর এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে কথা আগেই জানিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। এই বছর এশিয়া কাপের পর ভারতে আয়োজিত হবে ২০২৩ একদিবসীয় বিশ্বকাপ। সাম্প্রতিক জিম্বাবয়ে আইসিসি একদিবসীয় বিশ্বকাপের বাছাইপর্বের সূচি এসে গিয়েছে। এই প্রসঙ্গে সংবাদ সংস্থা এনআই-কে বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে যে, আগামী ২৮ মে আইপিএল ফাইনালের পর ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপের ভেন্যু ঠিক করবে বিসিসিআই।
BCCI will decide venues of ICC 50-over World Cup 2023 after IPL final on May 28: BCCI sources
— ANI (@ANI) May 27, 2023