আগামী ২০২৩-২৪ মরসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। রঞ্জি ট্রফিতে খেলতে অস্বীকার করায় বাদ পড়েছেন ইশান কিষান (Ishan Kishan) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ইশান ঝাড়খণ্ডের হয়ে পুরো রঞ্জি ট্রফি মরসুম মিস করেছেন, অন্যদিকে আইয়ার শেষ লিগ ম্যাচ এবং মুম্বইয়ের হয়ে কোয়ার্টারফাইনাল খেলেননি। বুধবার কেন্দ্রীয় চুক্তিতে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, 'দয়া করে মনে রাখবেন যে এই রাউন্ডের সুপারিশে শ্রেয়স আইয়ার এবং ইশান কিষানকে বার্ষিক চুক্তির জন্য বিবেচনা করা হয়নি।' দেশের প্রতিনিধিত্ব না করলেও ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের প্রাধান্য দিয়েছে ভারতীয় বোর্ড। বিবৃতিতে আরও বলা হয়েছে, যে সমস্ত অ্যাথলিটরা জাতীয় দলে নেই তাঁদের সেই সময় ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে হবে। বিসিসিআইও খেলোয়াড়দের চারটি বিভাগে বিভক্ত করলেও পারিশ্রমিকের পরিমাণ প্রকাশ করেনি। আগে 'এ প্লাস' ব্র্যাকেটে বছরে ৭ কোটি, 'এ' ক্যাটাগরিতে ৫ কোটি, 'বি' ক্যাটাগরিতে ৩ কোটি এবং 'সি' ক্যাটাগরিতে ১ কোটি টাকা পেতেন ক্রিকেটাররা। Shreyas Iyer & Ishan Kishan Returns: রঞ্জি সেমিফাইনালে থাকছেন শ্রেয়স আইয়ার, ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে ইশান কিষান
দেখুন কেন্দ্রীয় চুক্তির তালিকা
'এ প্লাস' ক্যাটাগরি- বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা
'এ' ক্যাটাগরি- রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমন গিল, হার্দিক পাণ্ডিয়া
'বি' ক্যাটাগরি- সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল
'সি' ক্যাটাগরি- রিংকু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়, শার্দুল ঠাকুর, শিবম দুবে, রবি বিষ্ণোই, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, কেএস ভারত, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান, রজত পাটিদার
উল্লেখ্য, আকাশ দীপ, বিজয়কুমার বৈশাখ, উমরান মালিক, যশ দয়াল ও বিদওয়াথ কাভেরাপ্পার জন্য ফাস্ট বোলিংয়ের চুক্তির সুপারিশ করেছে নির্বাচক কমিটি। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে ন্যূনতম তিনটি টেস্ট বা আটটি ওয়ানডে বা ১০টি টি-টোয়েন্টি খেলার মানদণ্ড পূরণ করা ক্রিকেটাররা স্বয়ংক্রিয়ভাবে গ্রেড সি-তে অন্তর্ভুক্ত হবেন। এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ধর্মশালা টেস্ট ম্যাচে অংশ নিলেই ধ্রুব জুরেল ও সরফরাজ খান 'সি' গ্রেডে অন্তর্ভুক্ত হবেন।