অবশেষে শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের তালিকা প্রকাশ করল বিসিসিআই (BCCI)। ভারতীয় দলের কোচ হিসেবে এই সিরিজের মাধ্যমেই প্রথমবার দলের দায়িত্ব নিতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। সেই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ জেতার পর ফের ২২ গজে ফিরছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। আসন্ন শ্রীলঙ্কা সফরে তিনটি ওডিআই এবং তিনটি টি টোয়েন্টি সিরিজ খেলা হবে। সেই সিরিজের টিম ইন্ডিয়ার স্কোয়াডের দুটি তালিকা প্রকাশ করল বিসিসিআই। এরমধ্যে টি টোয়েন্টি সিরিজের অধিনায়ক থাকবেন সূর্যকুমার যাদব এবং একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। দুটি টিমেই থাকবে একাধিক তরুণ মুখ।
ওডিআই সিরিজে থাকছেন রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেট রক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ, হর্ষিত রানা।
India’s tour of Sri Lanka, 2024: Team India squad for 3 T20Is & 3 ODIs announced
T20I Squad: Suryakumar Yadav (C), Ꮪhubman Gill (VC), Yashasvi Jaiswal, Rinku Singh, Riyan Parag, Rishabh Pant (WK), Sanju Samson (WK), Hardik Pandya, Shivam Dube, Axar Patel, Washington Sundar,… pic.twitter.com/3tTjxkw0fv
— ANI (@ANI) July 18, 2024
অন্যদিকে টি টোয়েন্টি সিরিজে থাকছেন সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, খলিল আহমেদ, রবি বিষ্ণোঁই, মহম্মদ সিরাজ। আসন্ন শ্রীলঙ্কা সফরে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ জুলাই থেকে। চলবে ৩০ জুলাই পর্যন্ত। এরপর ওডিআই সিরিজ শুরু হবে ২ অগাস্ট এবং শেষ হবে ৭ অগাস্টে।