১৩ জানুয়ারি শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (Bangladesh Premier League)-এর ১০ নম্বর ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের (Nurul Hasan Sohan) নেতৃত্বাধীন রাইডার্স দুই পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে (Comilla Victorians) ৩৪ রানে হারানোর পর ১০ জানুয়ারি ফরচুন বরিশালের (Fortune Barishal) কাছে ৬ উইকেটে হেরেছিল রাইডার্স। তবে মোহাম্মদ নবি (Mohammad Nabi) ও সিকান্দার রাজার (Sikandar Raza) মতো তারকাদের দলে দেখা যাবে না, এই বিদেশি ক্রিকেটারই এখন আইএলটি-২০ (ILT20) এ অংশ নেবেন। সেটা মাথায় রেখেই হয়তো সুযোগ পাবেন সাইম আইয়ুব(Saim Ayu), শামীম হোসেনরা (Shamim Hossain)। ইয়াসির আলী চৌধুরীর নেতৃত্বে টাইগাররা এখন পর্যন্ত দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে
রয়েছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের (Chattogram Challengers) কাছে ৯ উইকেটে হারের পর মাঠে নামবে তারা। নিজের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করা আজম খানের (Azam Khan) ব্যাটে ভর করে ৫ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে তাঁরা কিন্তু উসমান খানের (Usman Khan) ১০৩ রানের ইনিংসে ভর করে ৪ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চ্যালেঞ্জার্স।
কবে, কোথায় আয়োজিত হবে খুলনা টাইগার্স বনাম রংপুর রাইডার্স?
১৩ জানুয়ারি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium) খুলনা টাইগার্স বনাম রংপুর রাইডার্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে খুলনা টাইগার্স বনাম রংপুর রাইডার্স?
বাংলাদেশ প্রিমিয়ার লিগের খুলনা টাইগার্স বনাম রংপুর রাইডার্স ম্যাচ শুরু হবে ভারতীয় সময় ৬ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
ভারতে খেলা সম্প্রচার করবে ফ্যানকোড (FanCode)। এ ছাড়া র্যাবিটহোলবিডি স্পোর্টসের (Rabbitholebd Sports) ইউটিউব চ্যানেলও খেলা দেখতে পারবেন ভক্তরা। এয়ারটেল টিভি (Airtel Tv) এবং জিও টিভি (Jio Tv) মোবাইল ব্যবহারকারীদের টি-২০ ক্রিকেট লিগ সম্পর্কে আপডেট পেতে সহায়তা করবে।
? Match-3
Khulna Tigers ? Rangpur Riders
?️ 13, January, 2023
? 7:00 PM (BST)
? ZACS, Chattogram
#Joyerlorai pic.twitter.com/foMFrxckdN— Rangpur Riders (@Joyerlorai) January 12, 2023