আজ ৪ ফেব্রুয়ারি শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (Bangladesh Premier League) ৩৫ তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের (Chattogram Challengers) মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স (Comilla Victorians)। শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের (Sylhet Strikers) বিপক্ষে সাত উইকেটে হৃদয়বিদারক হার পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মেহেদী মারুফ (Mehedi Maruf) ও অধিনায়ক শুভাগত হোমের (Shuvagata Hom) অর্ধশতরানের সুবাদে ১৭৪ রান করে চ্যালেঞ্জার্স। কিন্তু দুর্বল বোলিং প্রদর্শনের জন্য ১২ বল বাকি থাকতেই জয় লাভ করে স্ট্রাইকার্স। অন্যদিকে, নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সকে (Khulna Tigers) সাত উইকেটে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চ্যালেঞ্জার্সের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তারা।
MATCH DAY
Bangladesh Premier League 2023
🏟️: Dhaka#BPL2023 #CCvCV #ChattagramChallengers #ComillaVictorians #RRvSS #RangpurRiders #SylhetStrikers pic.twitter.com/Bc53RGWJBt— Square Sports Cricket (@squarescricket) February 4, 2023
কবে, কোথায় আয়োজিত হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স?
৪ ফেব্রুয়ারি, ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium, Dhaka) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স?
বাংলাদেশ প্রিমিয়ার লিগের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ০০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
ভারতে খেলা সম্প্রচার করবে ফ্যানকোড (FanCode)। এ ছাড়া র্যাবিটহোলবিডি স্পোর্টসের (Rabbitholebd Sports) ইউটিউব চ্যানেলও খেলা দেখতে পারবেন ভক্তরা। এয়ারটেল টিভি (Airtel Tv) এবং জিও টিভি (Jio Tv) মোবাইল ব্যবহারকারীদের টি-২০ ক্রিকেট লিগ সম্পর্কে আপডেট পেতে সহায়তা করবে।