Comilla Victorians (Photo Credit: Comilla Victorians/ Twitter)

আগামী ১৪ জানুয়ারি শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (Bangladesh Premier League) ২০২৩-এর ১১ নম্বর ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স (Comilla Victorians) ও ফরচুন বরিশাল (Fortune Barishal)। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium) অনুষ্ঠিত হবে এবারের আসর।

সাকিব আল হাসানের (Shakib Al Hasan) অধিনায়কত্বে টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি বরিশালের। টেবিলের শীর্ষে থাকা সিলেট স্ট্রাইকার্সের (Sylhet Strikers) কাছে ৬ উইকেটে হেরেছে বরিশাল। তবে টানা জয়ের সুবাদে চার পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বরিশাল। আগের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে (Chattogram Challengers) ২৬ রানে হারিয়েছিল তারা। প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২০২ রানের বিশাল স্কোর গড়ে বরিশাল। ইফতিকার আহমেদ (Iftikhar Ahmed) ৫৭ রানে অপরাজিত থাকেন। এরপর চ্যালেঞ্জার্সকে চার উইকেটে ১৭৬ রানে আটকে দেয় বরিশাল। গতবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ানদের শুরুটা ভালো হয়নি। দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে ইমরুল কায়েসের দল। স্ট্রাইকার্সের কাছে পাঁচ উইকেটে হারের পর তারা মাঠে নামবে। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৯ রান তোলে ভিক্টোরিয়ানরা। ৪৩ বলে ৩টি ছক্কা ও ২টি চারের সাহায্যে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে নেতৃত্ব দেন জাকের আলী (Jaker Ali)। তবে তৌহিদ হৃদয় (Towhid Hridoy) ৩৭ বলে ৫৬ রান করে ১৪ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্ট্রাইকার্স।

কবে, কোথায় আয়োজিত হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশাল?

১৩ জানুয়ারি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium) কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশালের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশাল?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের খুলনা কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশাল ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ১ঃ৩০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

বিপিএল ২০২৩ সরাসরি দেখানো হবে গাজী টিভি (Gazi TV) ও মাছরাঙা টিভিতে (Maasranga TV)। এই চ্যানেলগুলো তিন বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে সফলভাবে সম্প্রচার স্বত্ব কিনেছে। বিপিএলের সরাসরি সম্প্রচারের জন্য তারা প্রায় ৮২ মিলিয়ন ডলার ব্যয় করেছে। বাংলাদেশে এই দুটি চ্যানেল ব্যবহার করে আপনার পছন্দের প্লেয়ারদের খেলা দেখতে পারবেন। আইওএস ও অ্যানড্রয়েড ডিভাইসে সরাসরি সম্প্রচারের জন্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা র‍্যাবিটহোলবিডি (Rabbitholebd) ব্যবহার করতে পারেন।