Tiger Rabi: আক্রান্ত হয়নি, অসুস্থ হয়ে পড়েছিলাম। হাসপাতালে কিছুটা সুস্থ হওয়ার পর এমনই দাবি করলেন 'টাইগার রবি'। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে (Kanpur Green Park Stadium) রোহিত শর্মা বনাম নাজমুল হোসেন শান্তো-দের মধ্যে টেস্ট ম্যাচ দেখতে এসে ভারতীয় সমর্থকদের হাতে আক্রান্ত হননি। এমন কথাই জানালেন বাংলাদেশ ক্রিকেট দলের ভক্ত তথা সুপার ফ্যান টাইগার রবি। টাইগার রবি জানান, স্টেডিয়ামের ভিতর খুবই গরম লাগছিল। তার পেটেও ব্যথা ছিল। টাইগার রবি-কে অসুস্থ হয়ে পড়তে দেখে পুলিশরাই তাঁকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে নিয়ে আসেন। চিকিতসার পর তিনি এখন ভাল আছেন বলে রবি জানিয়েছেন।
এদিন, প্রথমে শোনা গিয়েছেল, কানপুরে স্টেডিয়ামের ভিতর কিছু ভারতীয় সমর্থকদের দ্বারা আক্রান্ত বাংলাদেশের ক্রিকেট ভক্ত 'টাইগার রবি'। অভিযোগ ওঠে, ম্যাচের মাঝে বাংলাদেশের 'সুপার ফ্যান' টাইগার রবিকে মারধর করা হয়েছে। যার জেরে বাংলাদেশের সুপার ফ্যান হিসেবে পরিচিত টাইগার রবির তলপেটে ব্যাথা শুরু হয় বলে রিপোর্টে প্রকাশ। বাংলাদেশের 'সুপার ফ্যান' হিসেবে পরিচিত টাইগার রবিকে অসুস্থ অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করেন নিরাপত্তারক্ষীরা। আরও পড়ুন-
দেখুন, কাজ ছেড়ে কানপুরে বিরাট কোহলির পা ছুঁয়ে প্রণাম কানপুরের গ্রাউন্ড স্টাফের
তাঁকে আক্রমণ করা হয়নি, অসুস্থ হয়ে পড়েছিলেন, বললেন টাইগার রবি
#WATCH | Kanpur, Uttar Pradesh: Bangladesh cricket team supporter Ravi, who was admitted to hospital after his health deteriorated during India-Bangladesh second test match, says, "My health deteriorated and police brought me to the hospital and I am being treated..."
(Source:… https://t.co/M8TlCd4fNw pic.twitter.com/XMXo4Rjw1Q
— ANI (@ANI) September 27, 2024
প্রথমে বলা হয়েছিল টাইগার রবিকে পিছন থেকে এসে মারা হয়েছে। ফলে তাঁর তলপেটে ব্যাথা শুরু হয়। শ্বাসের কষ্টও শুরু হয় বলে দাবি রবির। উত্তর প্রদেশের পুলিশের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরে অবশ্য ওই সমর্থক জানান, তিনি নিজেই অসুস্থ হয়ে পড়েছিলেন।