![](https://bnst1.latestly.com/uploads/images/2024/08/bangladesh-cricket-10.jpg?width=380&height=214)
সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সাকিব আল হাসানকে (Shakib Al Hasan) পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ (Faruque Ahmed)। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর থেকে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেননি সাকিব। টেস্ট ফরম্যাটকে বিদায় জানাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলার কথা ছিল তার। কিন্তু বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনার কারণে তাকে দেশে ফিরতে নিষেধ করা হয়। পরে হাসান মুরাদ এই অভিজ্ঞ অলরাউন্ডারের বদলে দলে জায়গা করে নেন। । ফারুক আহমেদ বলেন, ঘরের মাঠের দর্শকদের সামনে সাকিব যেন বিদায়ী টেস্ট খেলেন তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি। Najmul Hossain Shanto: বাংলাদেশের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে পারেন নাজমুল হোসেন শান্ত
এই প্রসঙ্গে তিনি বলেন, 'প্রথম কথা হলো, আপনি বলেছেন যে সে এখানে তার শেষ টেস্ট খেলতে পারবে না, কিন্তু আমরা সেই পরিস্থিতির সঙ্গে পুরোপুরি জড়িত নই। সরকার এবং সাকিবও জড়িত ছিল।....ব্যক্তিগতভাবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে সাকিব ঘরের মাঠে অবসর নিতে পারেন।' এর আগে টেস্ট থেকে অবসরের সময় সাকিব বলেছিলেন, আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তবে আগামী মরসুমে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। বুধবার (৬ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।