BAN vs NED T20I Series (Photo Credit: Bangladesh Cricket/ X)

Bangladesh National Cricket Team vs Netherlands National Cricket Team, Winning Prediction: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ ২০২৫ (T20I 2025)-এর প্রথম টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৩০ আগস্ট মুখোমুখি হবে BAN বনাম NED। সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Sylhet International Cricket Stadium, Sylhet) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction? এখানে উল্লেখ্য, প্রথমবার বাংলাদেশ সফরে এসেছে ডাচরা। বাংলাদেশ সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানকে ২-১ ব্যবধানে পরাজিত করে বেশ আত্মবিশ্বাসী। এই সিরিজ তাদের এশিয়া কাপের জন্য ভালো প্রস্তুতি হতে চলেছে। অন্যদিকে, নেদারল্যান্ডস প্রচুর টি২০ ম্যাচ খেলার তাদের ফর্মও বেশ ভালো। স্কট এডওয়ার্ডস (Scott Edwards) গত কয়েক বছর ধরে এশিয়ান কন্ডিশনে বেশ ভালো করেছেন। এখন লিটন দাসের (Litton Das) দলের বিরুদ্ধে কেমন খেলেন সেটাই দেখার। Bangladesh Cricket: ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিংয়ে পাঁচ বছরের ব্যান উইকেটকিপার সাব্বিরের? জানুন বিস্তারিত

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, টি২০ সিরিজ ২০২৫

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, প্রথম টি২০ ম্যাচের হেড টু হেডঃ

টি২০ ম্যাচে এখনও পর্যন্ত ৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস। এই ৫টি ম্যাচের মধ্যে বাংলাদেশ ৪টি ম্যাচ জিতেছে এবং নেদারল্যান্ডস ১ বার জিতেছে।

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, প্রথম টি২০ ম্যাচের টস ভবিষ্যদ্বাণীঃ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ব্যাটিংয়ের জন্য ভালো পিচ। তবে স্পিনাররাও এখানে কিছুটা সুবিধা পাবে। তার কারণ পিচে মিডল ওভারে কিছু টার্ন এবং গ্রিপ থাকে। এই পিচে সাধারণত তাড়া করার দল সুবিধা পায়। এই মাঠে আয়োজিত ১৩ টি টি২০আই ম্যাচের মধ্যে, দ্বিতীয় ব্যাটিং করা দল নয়টি ম্যাচে জয়ী হয়েছে। এই বিষয়টি মাথায় রেখে, টস জেতা অধিনায়ক যদি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, প্রথম টি২০ ম্যাচের স্কোরের ভবিষ্যদ্বাণী

প্রথম ইনিংস:১৪০-১৪৫ রান

দ্বিতীয় ইনিংস:১৫০-১৫৫ রান

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, প্রথম টি২০ ম্যাচে আমাদের Winning Prediction

বাংলাদেশ এই ম্যাচে ফেভারিট দল হিসেবে শুরু করবে। বাংলাদেশ ঘরের মাঠে এমনিতেই ভালো খেলে। তার উপরে সম্প্রতি পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে তাদের দল যে সব বিভাগে শক্তিশালী সেটা প্রমাণ করেছে। তাদের সামনে থাকছে নেদারল্যান্ডস যারা তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষ এবং প্রথমবার বাংলাদেশে খেলবে। তবে তারা যদি টসে জিতে বল করে এবং ধরে খেলতে পারে তাহলে তাদেরও জয়ের সম্ভাবনা রয়েছে।

Google বলছে, আজ বাংলাদেশের জেতার সম্ভাবনা-৭৯% এবং নেদারল্যান্ডসের জেতার সম্ভাবনা-২১%