আজ ৮ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়োজিত হবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে রশিদ খান ও ফজল হক ফারুকীর দুর্দান্ত বোলিংয়ে বুধবার চট্টগ্রামে বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ১৭ রানে (ডিএলএস পদ্ধতিতে) হারিয়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৩ ওভারে ৯ উইকেটে ১৬৯ রানে সীমাবদ্ধ থাকে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন তৌহিদ হৃদয়। আফগানিস্তানের পক্ষে ফজল হক ফারুকী ৩টি এবং মুজিব-উর-রহমান ও রশিদ খান ২টি করে উইকেট নেন। পরে আফগানিস্তান শুরুটা ভালো করলেও বৃষ্টির কারণে ২২তম ওভারে ৮৩/২ স্কোরে খেলা ব্যাহত হওয়ার আগেই দুই উইকেট হারায় আফগানিস্তান। ক্রিজে ৪১ রান করে ইব্রাহিম জাদরান অপরাজিত থাকেন অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদীর সঙ্গে। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন তাসকিন আহমেদ এবং সাকিব-অল-হাসান। শেষ পর্যন্ত ডিএলএস পদ্ধতিতে ১৭ রানে বিজয়ী ঘোষণা করা হয় আফগানিস্তানকে। West Zone vs Central Zone, Duleep Trophy Semi-Final Day 4 Live Streaming: পুজারার শতরানে পশ্চিমাঞ্চল এগিয়ে ৩৮৪ রানে, সরাসরি দেখবেন যেখানে
MATCH DAY
Afghanistan tour of Bangladesh 2023
2nd ODI
🏟️: Chattogram
🕜: 1:30 PM IST#BANvAFG #Bangladesh #Afghanistan pic.twitter.com/6ttl0xrkFf— Square Sports Cricket (@squarescricket) July 8, 2023
কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম আফগানিস্তান দ্বিতীয় একদিবসীয় ম্যাচ?
৮ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram) দ্বিতীয় একদিবসীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।
কখন থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আফগানিস্তান দ্বিতীয় একদিবসীয় ম্যাচ?
বাংলাদেশ বনাম আফগানিস্তান দ্বিতীয় একদিবসীয় ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ বনাম আফগানিস্তান দ্বিতীয় একদিবসীয় ম্যাচ
বাংলাদেশ বনাম আফগানিস্তান দ্বিতীয় একদিবসীয় ম্যাচটি ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ বনাম আফগানিস্তান দ্বিতীয় একদিবসীয় ম্যাচ
বাংলাদেশ বনাম আফগানিস্তান দ্বিতীয় একদিবসীয় ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যান কোডে (FanCode)।