আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৫তম আসর। শ্রীলঙ্কাকে সরিয়ে দক্ষিণ আফ্রিকা এই টুর্নামেন্টের আয়োজন করেছে। তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ২৩ দিনব্যাপী এই টুর্নামেন্টে ১৬ দলের মধ্যে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। গ্রুপ 'এ'-তে বাংলাদেশ, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের সঙ্গে রয়েছে। তবে সম্প্রতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জয়ী বাংলাদেশ পুরো টুর্নামেন্টে অজেয় থেকে নিজেদের প্রতিভা জাহির করে। ২০ জানুয়ারি বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। আজ দক্ষিণ আফ্রিকায় যাত্রার আগে বাংলাদেশের ছোটদের দলকে দেখা যায় শের-এ-বাংলা স্টেডিয়ামে ফটোসেশনে। SL Squad, U19 World Cup: বৌদ্ধগুরুর আশীর্বাদ নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের যাত্রা শুরু শ্রীলঙ্কার ছোটদের দলের
বাংলাদেশের স্কোয়াড: মাহফুজুর রহমান রাব্বী (অধিনায়ক), আশিকুর রহমান শিবলী, জিশান আলম, চৌধুরী মহম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মহম্মদ আসরাফুজ্জামান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রফি উজ্জামান রফি, রোহানাত দোউল্লাহ বোরসন, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকি, মারুফ মৃধা।
স্ট্যান্ডবাই: নাঈম আহমেদ, মহম্মদ রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভীর আহমেদ, আকান্ত শেখ।
দেখুন পোস্ট
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে ফটোসেশনে অংশগ্রহণ করলো বাংলাদেশের যুবারা।#under_19_world_cup🏆 pic.twitter.com/ABHNDdPRI5
— Cricfrenzy.com (@Cricfrenzylive) January 6, 2024
Bangladesh Under 19 Team photo session at SBNCS.
#BCB | #Cricket | #U19 pic.twitter.com/jnucBLl6a1
— Bangladesh Cricket (@BCBtigers) January 6, 2024